ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বছরে এতটা পরিবর্তন, কোহলির অবিশ্বাস্য কীর্তি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০৬:১৩ পিএম আপডেট: জুন ২৩, ২০১৭, ১২:১৩ পিএম
এক বছরে এতটা পরিবর্তন, কোহলির অবিশ্বাস্য কীর্তি

কোহলি কতটা বদলে গিয়েছেন, তা এই ছোট্ট ঘটনা থেকেই পরিষ্কার। জেনে নিন এক বছরে কী পরিবর্তন হয়েছে বিরাটের।

মধ্য কুড়ির বিরাটের চপলতা, আগ্রাসন ছিল। সেই সময় ‘উচ্ছৃঙ্খল’ কোহলির আচরণ টিম ম্যানেজমেন্টের বারবারেই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে কোহলি এখন অনেকটাই সংযত। বাইশ গজে তাঁর আগ্রাসী ভাবমূর্তিতেও এসেছে পরিবর্তন। এটাই এখন তাঁর খেলার ট্রেডমার্ক। কারণ এখন যে দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক তিনি।
তবে কোহলির বদলে যাওয়া ভাবমূর্তির সঙ্গে আরও অনেক কিছুর‌‌ই পরিবর্তন ঘটে গিয়েছে, যা মোটেই কাম্য নয়। চলতি কোহলি-কুম্বলে বিতর্কের মধ্যেই যা ফের প্রকাশ্যে এসেছে।

এক বছর আগে শচীন-সৌরভ-লক্ষ্ণণের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি যখন কুম্বলেকে কোচ হিসেবে বাছাই করে, তখন কোহলি নতুন কোচকে স্বাগত জানিয়ে একটি টুইট করেছিলেন। যা তিনি পরে মুছে দেন বলে অভিযোগ। সেই টুইটে লেখা ছিল, ‘‘অনিল কুম্বলে স্যারকে হার্দিক শুভেচ্ছা। আপনার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। ভারতীয় ক্রিকেটে আপনার জন্য মধুর কিছু অপেক্ষা করছে।’’

এরপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দুই প্রজন্মের দুই মহাতারকার ব্যক্তিত্বের সংঘাতে এখন দীর্ণ ভারতীয় ক্রিকেট। কুম্বলে সরাসরি কোহলিকে অভিযুক্ত করে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কোহলি সৌরভদের কাছে সাফ জানিয়ে দিয়েছেন, কুম্বলের অনুশাসনপ্রিয় মানসিকতায় থাকতে দলের কেউই রাজি নন।

যাই হোক, এরপর কুম্বলে ইস্তফা দেওয়ার পর কোচ ছাড়াই উইন্ডিজ সফরে খেলতে এসেছেন কোহলিরা। পোর্ট অফ স্পেনে খেলতে নামার আগেই সাংবাদিক সম্মেলনে পরোক্ষে বিঁধেছেন সদ্য প্রাক্তন কোচকে। বলে দিয়েছেন, ‘‘অনিল ভাইয়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। গোটা ক্যারিয়ারে উনি দেশের ক্রিকেটের যা সেবা করেছেন, ওনার যা প্রাপ্তি তাতে ওনাকে শ্রদ্ধা জানাতেই হবে।’’

এরপরেই নিন্দুকরা সমালোচনা করে বলছেন, এক বছর আগে কুম্বলেকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্ভোধন পাল্টে ‘ভাই’ হয়ে যায় কী করে! এতেই বোঝা যায়, কুম্বলের প্রতি কতটা বিরূপ মনোভাব পোষণ করেন কোহলি।

কোচ ছাড়াই খেলতে নেমে কোহলির সামনে অবশ্য বড় সুযোগ থাকছে ব্যাট হাতে নিজের জাত চেনানোর। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারলেই ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে আসবে ভারত। তখন হয়তো কোহলিরা নিন্দুকদের সমালোচনা ক্যারিবিয়ান সাগরেই নিক্ষেপ করতে পারবেন।
গো নিউজ২৪
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ