ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক কোটি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম স্থবির


গো নিউজ২৪ | ইলিয়াস আরাফাত, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৩:০৭ পিএম আপডেট: জুলাই ১৮, ২০১৭, ০৯:০৭ এএম
এক কোটি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম স্থবির

রাজশাহী: বিএনপিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন নীতি নির্ধারকরা। জুলাই ও আগস্ট মাস জুড়ে এ নতুন সদস্য সংগ্রহের কাজ চালানোর উদ্যোগ নেয়া হয়। লক্ষ্য পূরণে পহেলা জুলাই থেকে মাঠে নামার কথা ছিলো। কিন্তু মাসের ১৫ দিন পেরিয়ে গেলেও রাজশাহী মহানগরীতে সদস্য সংগ্রহের কোনো কার্যক্রম চোখে পড়েনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দুই মাসে এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দেন। সেই সঙ্গে পহেলা জুলাই থেকে দেশব্যাপী সদস্য সংগ্রহের জন্য নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশও দেয়া হয় কেন্দ্র থেকে। কিন্তু সে কার্যক্রমের কোনো অগ্রগতি নেই। স্থবির হয়ে পড়েছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

স্থানীয় পর্যায়ের নেতারা জানিয়েছেন, রাজশাহী মহানগরীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল হচ্ছেন নগর বিএনপির সভাপতি। তিনি দপ্তরিক কাজ সামলানো নিয়েই ব্যস্ত থাকছেন। অপরদিকে নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন পাশের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত। নগর ফেলে তিনি পবা ও মোহনপুর উপজেলা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন না হওয়ায় এই কার্যক্রম এখনও রাজশাহীতে শুরু করা সম্ভব হয়নি। শুধু রাজশাহীতে না; আশেপাশের জেলাগুলোতেও বিএনপির এ কার্যক্রমের কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

প্রায় সাত বছর পর ২০১৬ সালে ২৭ ডিসেম্বর ঘোষণা করা হয় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটি। এই দুই কমিটির প্রধান চার পদের তিনটিতেই বাদ দিয়ে নতুনদের নেতৃত্ব দেয়া হয়। এরপর থেকেই রাজশাহী বিএনপিতে শুরু হয় কোন্দল। এ কোন্দল ছড়িয়ে পড়ে বিভিন্ন সংগঠনের মধ্যেও।

বিএনপির অনেকেই আশঙ্কা করেন, ২০১৬ সালের শেষ থেকে মহানগর ও জেলা বিএনপির কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। যে বিরোধ বর্তমানেও চলমান। এ সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেনি নেতারা। বিএনপির মহানগর ও জেলার উভয় কমিটিতেই এ বিরোধ দৃশ্যমান। এ অবস্থায় রাজশাহী মহনগর ও জেলা বিএনপির পক্ষে নতুন সদস্য সংগ্রহ কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দলটির কর্মীদের মধ্যে।

কর্মীরা আশঙ্কা করলেও দলের নেতারা তেমন মনে করছেন না। তারা জানান, বড় দলের মধ্যে এমন বিরোধ থাকবে এটাই স্বাভাবিক। দলের স্বার্থে সবাই এক হয়ে কাজ করে যাবে এতে কোনো সন্দেহ নেই।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন গো নিউজকে বলেন, আগামী ২৪ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজশাহীতে এসে এ কার্যক্রমের উদ্বোধন করে যাবেন। এরপর থেকে পুরো দমে নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু হবে।

রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তাপু গো নিউজকে বলেন, আমাদের জেলা বিএনপির ইউনিট ২৩টি। যার মধ্যে ৯টি উপজেলা রয়েছে। এই উপজেলার ৫টিতে এখনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে, নতুন সদস্য সংগ্রহের কাজে কোনো সমস্যা নেই বলে তিনি জানান। উদ্বোধনের পরেই জেলার নেতাককর্মীরা একযোগে মাঠে নামবে বলে তিনি আশা করছেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আমরা প্রস্তুত আছি। কার্যক্রমটি উদ্বোধনের অপেক্ষায় আছি। এরপরেই দলের নেতাকর্মীরা নতুন সদস্য সংগ্রহে মাঠে নামবে।

গো নিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন