ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এইড্স আক্রান্ত ৭৮ জন রোহিঙ্গা শনাক্ত


গো নিউজ২৪ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ০৮:৫৯ এএম
এইড্স আক্রান্ত ৭৮ জন রোহিঙ্গা শনাক্ত

মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ৭৮ জন এইড্স আক্রান্ত রোগি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১২ জন শিশু। তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

কক্সবাজারের সিভিল সার্জন আবদুস সালাম জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে রেকর্ড অনুযায়ী মিয়ানমারে এইড্স এর প্রকোপ বেশি। মিয়ানমারের রোহিঙ্গা নারীরা সেদেশের পুলিশ-সেনাবাহিনীর মাধ্যমে ধর্ষিত হচ্ছে। এইড্স এর প্রকোপ বেশি হওয়ার এটাও একটা কারণ হতে পারে। তাছাড়া অনেক নারী এইড্স আক্রান্ত হওয়ায় তাদের বাচ্ছারাও আক্রান্ত।

সিভিল সার্জন আরো জানান, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের মধ্যে ইতিমধ্যে ৭৮ জন এইড্স আক্রান্ত রোগি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১২ জন শিশু। এর মধ্যে ২ বছর ও ৪ বছরের শিশুও রয়েছে। তাদের সকলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আলাদা ইউনিটে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সামরিক জান্তার হত্যা, ধর্ষন, বসতঘরে অগ্নিসংযোগ সহ নানা নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গা নাগরিকরা এখনো পালিয়ে আসছে। সাঁতার কেটে, ভেলায় করে, যে যেমনি পারে জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। অনুপ্রবেশকারি এসব রোহিঙ্গা নাগরিকদের উখিয়া ও টেকনাফে নির্দিষ্ট স্থানে সাময়িক বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসাসেবা সহ সকল প্রকার মানবিক সহায়তা প্রদান করছে সরকার।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট মতে ২৫ আগস্ট থেকে গতকাল পর্যন্ত ৬লাখ ৩০হাজার রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ করেছে। তবে স্থানিয়দের দাবী এ সংখ্যা ৭লাখ ছাড়িয়ে যাবে।

গোনিউজ২৪/কেআর

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!