ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১

এই পাকিস্তানকে কেন ভয় পাবে না ভারত?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৩:৩২ পিএম
এই পাকিস্তানকে কেন ভয় পাবে না ভারত?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান-ভারত ম্যাচটি হবে ৪ জুন এজবাস্টনে৷ তবে তার আগেই চির প্রতিদ্ধন্দ্বী দুই দেশের মাঝে শুরু হয়ে গেছে কথার যুদ্ধের দামামা। দুই দেশের ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা ফুটাচ্ছেন কথার খই।

সম্প্রতি আইপিএল শেষ করে দারুণ ছন্দে ভারতের প্রতিটি খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে আইপিএলে নিয়োজিত থেকে নিজেদের ভালোই জ্বালিয়ে নিয়েছেন তারা। যদিও অধিনায়ক কোহলি নিজেকে সেভাবে ফুটাতে পারেননি, কিন্তু ধোনি-পান্ডিয়ারা ভালোই কাটিয়েছেন আসরটি।

অন্যদিকে পাকিস্তানও কম কিসে! সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে অসম্ভবকে সম্ভব করে দেখাল দলটি। দারুণ ছন্দে থাকা বাংলাদেশকে যেভাবে ধসিয়ে দিল দেশটির শেষ কাতারের ব্যাটসম্যানরা তা দেখে সত্যি ভয় পাওয়ার কথা ভারতের! অলরেডে পাকিস্তানের বোলার জুনায়েদ তো  ভারতের অধিনায়ক কোহলিকে হুমকি দিয়ে বসেছেন। বলেছেন, কোহলি তার বিরুদ্ধে ব্যর্থ৷ 

এদিকে পাকিস্তানকে সাহস যোগাচ্ছেন সদ্য অবসর নেওয়া ইউনিস। বলেছেন, ‘ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের। কারণ, অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের চেয়ে পাকিস্তানই ভালো করেছে।’

আর সে জয় পেতে ব্যাটিং বা বোলিং নয়, ইউনিসের কাছে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের ফিল্ডিং। তাঁর ধারণা, ৪ জুন ইতিবাচক ফল আনতে চাইলে উন্নতি করতে হবে ফিল্ডিংয়ে, ‘আধুনিক ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতার জন্য ফিল্ডিংয়ে ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের উচিত হবে ফিল্ডিংয়ে মনোযোগ দেওয়া। যে সুযোগ আসবে, সেটাই কাজে লাগানো।’

আবার ভারতের হয়ে সাহস যোগাচ্ছেন মিস্টার দাদা খ্যাত গাঙ্গুলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদি তিনি। শিরোপা ধরে রাখার জন্য ভারতকে সেরাটা খেলতে হবে বলে জানান তিনি, ‘কোহলির নেতৃত্বে আমরা অন্য এক ভারতকে দেখবো। টেস্টে ভারতের চেহারাই পাল্টে দিয়েছেন কোহলি। এবার ওয়ানডের পালা। তার নেতত্বে ওয়ানডে ফরম্যাটে এখনো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির বড় আসরেই নিজেদের সেরাটা দিতে হবে টিম ইন্ডিয়াকে। এই দল নিয়ে আমি বেশ আশাবাদি, ভারত এবারও চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখবে।’

তবে আর যাই হোক ফাহিম আশরাফ ও বাবর আজমদের  একটু বেশি করে পড়তে হবে কোহলিদের। কারণ বলা তো যায় না কখন কি করে ফেলেন তারা!

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।  তিন ম্যাচের দুটিতে জয়ী পাকিস্তান। 

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ