ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা তালিকায় রোনালদোর রেকর্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৯:৩৯ পিএম
উয়েফার বর্ষসেরা তালিকায় রোনালদোর রেকর্ড

প্রতি বছরের ন্যায় এবারও ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ইউরোপিয়ান প্রতিযোগিতা, ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক পারফরম্যান্স বিবেচনায় উয়েফায় সাংবাদিকরা ৫০ জনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করেন। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে বর্ষসেরা দল ঘোষণা করা হয়।

উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন গত মৌসুমে দারুণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতান রোনালদো। এ নিয়ে ১৪তম বার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

ইতিহাসের একমাত্র দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়ে জিনেদিন জিদানের দল। লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে দলকে শিরোপা জেতাতে অসামান্য অবদান রাখেন সিআর সেভেন।

উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে ১৪তম বার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

রোনালদো ছাড়াও বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিওনেল মেসি এবং নেইমারের মতো বড় তারকারাও।  রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো ছাড়া উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, কাসিমিরো, ইসকো, টনি ক্রুস, লুকা মডরিচ, দানি কারভাহাল, মার্সেলো, কেইলর নাভাস ও সার্জিও রামোস।

বার্সেলোনা থেকে মেসির পাশাপাশি জায়গা করে নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং লুইস সুয়ারেজও। গত মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা নেইমার এখন রয়েছেন পিএসজিতে।

গত মৌসুমে ইতালিয়ান লিগ এবং ইতালিয়ান কাপের শিরোপা জেতা জুভেন্টাস থেকে উল্লেখযোগ্য খেলোয়াড় সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। এরা হলেন- জিয়ানলুইজি বুফন, পাওলো দিবালা, অ্যালেক্স স্যান্দ্রো, জর্জিও কিয়েলানি, মিলারেম জ্যানিক ও লিওনার্দো বুনোচ্চি (এখন এসি মিলানের হয়ে খেলছেন)।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে চেলসি। তবে দ্য ব্লুজদের দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে উয়েফার বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, ডেভিড ডি গিয়া, কেইলর নাভাস, ম্যানুয়েল নুয়্যার ও জ্যাঁ অবলাক।

ডিফেন্ডার: দানি আলভেজ, লিওনার্দো বুনোচ্চি, দানি কারভাহাল, জর্জিও কিয়েলানি, কামি জেলিক, দিয়োগ গদিন, জসুয়া কিমিচ, মার্সেলো, বেঞ্জামিন মেন্দি, থমাস মুনিয়ের, জেরার্ড পিকে, সার্জিও রামোস, ডেভিনসন সানচেজ, অ্যালেক্স স্যান্দ্রো ও অ্যান্থনিও ভ্যালেন্সিয়া।

মিডফিল্ডার: ডেলে আলি, মার্কো অ্যাসেনসিও, কাসিমিরো, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ান এরিকসেন, ফ্যাবিনহো, এডেন হ্যাজার্ড, আন্দ্রেস ইনিয়েস্তা, ইসকো, টনি ক্রুস, হেনরিক খিতারিয়েন, লুকা মডরিচ, মিলারেন জ্যানিক, পল পগবা, সউল নিগুয়েজ।

স্ট্রাইকার: সার্জিও আগুয়েরো, পিয়েরে-এমেরিক অবামেয়াং, করিম বেনজেমা, এডিনসন কাভানি, পাওলো দিবালা, রাদামেল ফ্যালকাও, আন্তনি গ্রিজমান, হ্যারি কেন, রবার্ট লেওয়ানদস্কি, ড্রায়েস মার্টেনস, লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ ও কিলিয়ান এমবাপ্পে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ