ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে নামার আগেই কোহলিকে ‘কড়া’ সতর্কবার্তা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৪:১১ পিএম আপডেট: জুন ২২, ২০১৭, ১০:১১ এএম
উইন্ডিজের বিপক্ষে নামার আগেই কোহলিকে ‘কড়া’ সতর্কবার্তা

অনিল কুম্বলের বিদায়ের পর কঠিন চাপে বিরাট কোহলি। কারণ কোচের বিদায়ের জন্য সবাই দুষছেন ভারত দলের এই অধিনায়ককে। জানা যায়, দীর্ঘ দিনের মনমালিন্যের জের ধরেই চুক্তি শেষ হওয়ার আগেই পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে। 

কুম্বলের পদত্যাগের পর এবার বিরাটের ওপর 'খড়্গহস্ত' ভারতীয় ক্রিকেট বোর্ড। উইন্ডিজের সঙ্গে সিরিজ শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগেই বিরাট কোহলিকে সতর্ক করে দিল বিসিসিআই। সোজা সাপ্টা জানিয়ে দিলেন,  "এবার পারফর্ম কর, নাহলে পরিণতির জন্য তৈরি থাকো", 

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা সাফ জানিয়েছেন, "এটা আর আলাদা করে বলে দিতে হবে না নিশ্চয়ই, বিরাট 'ভেটো' পাওয়ার ব্যবহার করে কোচকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এবার অধিনায়ক হিসেবে ওকে পারফর্ম করতেই হবে, তা নাহলে..."। 

বিসিসিআইয়ের এই সতর্ক বার্তায় কার্যত চাপ বাড়ল অধিনায়ক বিরাটের ওপর। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জাজনক হার। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেট দলের কোচ পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগ।


বিসিসিআইকে দেওয়া নিজের ইস্তফা পত্রে জাম্বো জানান, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কের কথা। ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অবস্থান বদল করেন অনিল কুম্বলে। যার কারণে কার্যত 'অভিভাবক' ছাড়াই সিরিজ খেলবে বিরাটরা। এমন অবস্থায় দলের সিনিয়র খেলোয়ড়াদের ওপরই চাপ আরও বাড়ল বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। আর অধিনায়ক হিসেবে বিরাটের ওপর চাপ আরও কয়েক গুণ বাড়ল। নিজেকে পারফর্ম তো করতেই হবে সঙ্গে অধিনায়ক হিসেবে দলের পারফর্ম্যান্সের উন্নতির দিকেও বাড়তি নজর দিতে হবে বিরাটকে।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ