ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উ. কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিল আরো ৩৫ লাখ মানুষ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ০৬:২৯ পিএম
উ. কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিল আরো ৩৫ লাখ মানুষ

আসল ঘটনা যা-ই হোক, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার চলমান সামরিক উত্তেজনায় কথার খই ফোটাতে ছাড় দিচ্ছেন না কেউই। দুই দেশই একে অপরকে দিয়ে যাচ্ছেন হুমকি আর পাল্টা হুমকি। এরইমধ্যে মার্কিন বাহিনী হামলা করলে তার মোকাবেলার জন্য অন্তত ৩৫ লাখ মানুষ কিমের বাহিনীতে যোগ দিয়েছে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও দেশটির সরকারের মুখপাত্র রোডং সিনমুন জানায়, তাদের সেনাবাহিনীতে নতুন করে ৩৫ লাখ লোক নাম লিখিয়েছে। একে মার্কিন হামলা রুখতে উত্তর কোরীয় জনগণের জাগরণ বলেও উল্লেখ করেছে ওই পত্রিকাটি। দেশটির সেনাবাহিনীতে যারা নাম লিখিয়েছে তাদের মধ্যে সাবেক সেনাসদস্য এবং ছাত্ররা রয়েছেন।

এদিকে গত বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েরে কিম ইল-সুং চত্বরে লাখ লাখ মানুষ মার্কিনবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর এ বিক্ষোভ সমাবেশ করা হলো।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ১২ লাখ নিয়মিত সেনাবাহিনী এবং ৪০ থেকে ৭০ লাখ অনিয়মিত সেনার বিরাট বহর থাকলেও তাদের বিমান ও নৌবাহিনীর সক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় খুবই কম। বিশেষজ্ঞদের দাবি, প্রায়ই জ্বালানি তেলের স্বল্পতার কারণে উত্তর কোরীয় বিমানবাহিনী তাদের সব বিমান চালাতে পারে না। এ কারণে তাদের বিমানবাহিনীর পাইলটদের আকাশে যুদ্ধ পরিচালনা করার অভিজ্ঞতাও তূলনামূলক কম। একই অবস্থা দেশটির নৌবাহিনীরও।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সামরিক উত্তেজনা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সবচেয়ে আলোচিত খবর। এই বুঝি যুদ্ধে জড়িয়ে যায় দুই দেশ! চলছে হুমকি আর পাল্টা হুমকি। এ নিয়ে উদ্বেগে আছে প্রতিবেশী দেশগুলোও। পরমাণু শক্তিধর দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে ক্ষতি যে হবে অপূরণীয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর হুমকি দিয়েছে কিমের বাহিনী। অপরদিকে যুক্তরাষ্ট্রের কিছু হলে খবর আছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ৪ ও ২৮ জুলাই দুটি আইসিবিএমের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ আগস্ট) সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার রপ্তানি বাণিজ্যের রাশ টেনে ধরা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ৩০০ কোটি ডলার রপ্তানির মধ্যে ১০০ কোটি কমে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এরপর থেকেই পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দু‌ই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকিধামকি। ক্ষুব্ধ হয়ে ওঠেন কিম। প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামে চলতি মাসেই হামলা করা হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। কিম জং-উন হামলার পরিকল্পনা পাস করলে হুয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার (১৭ মাইল) দূরে সাগরে গিয়ে পড়বে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে এক ধরনের যুদ্ধাবস্থা চলছে। তবে  মার্কিন প্রেসিডেন্ট প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দাবি করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ দূতের তত্ত্বাবধানে কূটনৈতিক পথেই সংকট নিরসনের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) জেমস ম্যাটিস বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সংঘাতের জন্য প্রস্তুতি নেয়া তার দায়িত্ব। তবে তিনি মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির তত্ত্বাবধানে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র