ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিনে টেলিভিশনে যেসব নাটক, টেলিফিল্ম


গো নিউজ২৪ | দিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০১৭, ১০:৩৬ এএম
ঈদের দ্বিতীয় দিনে টেলিভিশনে যেসব নাটক, টেলিফিল্ম

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এটিএন বাংলা  : সন্ধ্যা ৭টা ৪০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’ (পর্ব-১) রচনা : বৃন্দাবন দাস, পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, আখম হাসান, শখ, তানজিকা, আরফান, শাহনাজ খুশী প্রমুখ। রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে খণ্ড নাটক ‘চুটকি ভাণ্ডার’  (পর্ব-০১) পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, অরিণ, অর্ষা, প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘রং পেন্সিল’। রচনা: দয়াল সাহা, পরিচালনা : আবু হায়াত মাহমুদ। রাত ১১টা ৪৫মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘হিরোগিরি’ রচনা : মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা : জাহিদ হাসান। অভিনয়ে : জাহিদ হাসান, তিশা, সম্রাট, আলীরাজ।

এনটিভি : দুপুর ২টা ২০মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম নোটস। রচনা ও পরিচালনা মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে নূসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, কনা, তানভীর আলম সজিব, সাদমান মাতিস, জয় শাহরিয়ার, আদনান প্রমুখ। সন্ধ্যা  ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে রূপকথার গল্প: ডালিমকুমার। পর্ব-২। চিত্রনাট্য ও পরিকল্পনা : এস এম সালাহউদ্দিন। পরিচালনা : এ আর বেলাল। পর্ব পরিচালনা: এটিএম মাকসুদুল হক। অভিনয়ে: তানজিন তিশা, তানভীর খান, অভীক রায়হান, তন্ময়, শিলা, পলাশ, তানিয়া প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক একটি পারিবারিক প্রেম কাহিনি। পর্ব-২। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মলি জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক : আল্টিমেটাম (পর্ব-২)। রচনা ও পরিচালনা : মাসুদ সেজান। অভিনয়ে: আরফান নিশো, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সুষমা সরকার, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসেইন, সিফাত সাহরীন প্রমুখ।  রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক দেয়ালের ওপারে।  রচনা ও পরিচালনা : রেদওয়ান রনি। অভিনয়ে: পূর্ণিমা, ইন্তেখাব দিনার, জোভান প্রমুখ।

মাছরাঙা : অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ডনাটক  ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। সাতটি গল্প নিয়ে ঈদের সাত দিন প্রচারিত হবে সাতটি নাটক। এর মধ্যে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে সুমন আনোয়ার পরিচালিত ‘রাতুল বনাম রাতুল’ পরিচালনায় ‘ফুল ফোটানোর খেলা’। নাটকটি রাত ৮টায় প্রচারিত হবে।

রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক কনফিউজড। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসাদুজ্জামান আরিয়ান। এতে অভিনয় করেছেন জোভান, তাসনুভা তিশা প্রমুখ।

চ্যানেল নাইন  : বিকাল  ৫টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘মুদ্রার এপিট ওপিট’। টেলিফিল্মটি পরিচালনা করেছেন-শুভ্র খান। অভিনয় করেছে- তারেক আনাম খান, জেনী, শ্যামল মওলাসহ আরো অনেকে।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘সন্দেহের গল্প’। রচনা ও পরিচালনা করেছেন-কাজল আরেফিন অমি। অভিনয়: মিশু সাব্বির, তানজিন তিশা, শামিম সরকার প্রমুখ।  রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘আমার না লেখা কিছু চিঠির কথা’। পরিচালনা করেছেন- বদরুল আলম সৌদ। অভিনয়ে: সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু  প্রমুখ।

দেশ টিভি : সন্ধ্যা  ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক মধ্যবিত্তনামা। রচনা: মেহরাব জাহিদ। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অশোক ব্যাপারী, জেনী, প্রিয়া আমান, মিম চৌধুরী ও অনেকে। সন্ধ্যা  ৬টা ১৫মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা।  রচনা : মাসুম শাহরিয়ার। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: তিশা, চঞ্চল চৌধুরী, সুজাত শিমুল, শাহেদ আলী সুজন, রাশেদ মামুন অপু, নীলা ইসরাফিল, তানজিকা, ইভানা শহীদুল্লাহ সবুজ ও অন্যান্য।

সন্ধ্যা  ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক : অনুসিদ্ধান্ত। রচনা: হাসানাত বিন মাতিন। পরিচালনা: তানিম পারভেজ। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, এ্যালেন শুভ্র, রাজীব সালেহীন, শর্মি মালা, তাসনুভা তিশা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক : নেতা ভার্সেস অভিনেতা। রচনা ও পরিচালনায় : গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: নিলয়, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।


গো নিউজ২৪/এএইচ

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী