ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঈদের দিন ছোট পর্দায় যত নাটক


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৭, ০২:৫১ পিএম আপডেট: জুন ২৫, ২০১৭, ১২:২০ পিএম
ঈদের দিন ছোট পর্দায় যত নাটক

পবিত্র ঈদুল ফিতরের উদ্দেশ্যে বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটকে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম : দ্য পেইন্টার| এটি রচনা ও পরিচালনা করেছেন পারভেজ আমিন।  অভিনয় করেছেন কনিনিকা ব্যানার্জী (কলকাতা), পার্থ বড়ুয়া প্রমুখ।  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক একটি পারিবারিক প্রেম কাহিনির প্রথম পর্ব। এটি রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মলি জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ।

রাত ৯টা ৫০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আল্টিমেটাম। পর্ব-১। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়ে: আরফান নিশো, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সুষমা সরকার, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসেইন, সিফাত সাহরীন প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক লাইফ ইজ কালারফুল। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে- মোশাররফ করিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ।

মাছরাঙা
ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বেঙ্গল সমিতি। রচনা ও পরিচালনা- ইমরাউল রাফাত। অভিনয়ে- মোশাররফ করিম, শখ প্রমুখ।

অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। সাতটি গল্প নিয়ে ঈদের সাত দিন প্রচারিত হবে সাতটি নাটক। এর মধ্যে ঈদের দিন প্রচারিত হবে কৃষ্ণেন্দু চট্টোপ্যাধায়ের পরিচালনায় ‘ফুল ফোটানোর খেলা’। নাটকটি রাত ৮টায় প্রচারিত হবে।

রাত ৯টায় প্রচারিত একক নাটক ঢাকায় টাকা উড়ে। নাটকটি রচনা ও পরিচালনা: ফখরুল হাসান। এতে অভিনয় করেছেন সাজু খাদেম, অর্ষা প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’ (পর্ব-১) রচনা : বৃন্দবন দাস, পরিচালনা : সাগর জাহান। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, আখম হাসান, শখ, তানজিকা, আরফান, শাহনাজ খুশী প্রমুখ।

রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে খণ্ড নাটক ‘চুটকি ভান্ডার’ (পর্ব-০১) পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, অরিণ, অর্ষা, প্রমুখ। রাত ১১টা ৪৫মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘রং পেন্সিল’ রচনা : দয়াল সাহা, পরিচালনা : আবু হায়াত মাহমুদ।

চ্যানেল নাইন
বিকাল ৫ টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। টেলিফিল্মটি  পরিচালনা করেছেন- মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছে- সিয়াম, অগ্নিলা ও আরো অনেকে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে একক নাটক ‘শুকনো ফুল’।  রচনা ও পরিচালনা করেছেন- সুমন আনোয়ার। অভিনয়ে: আরফান নিশো, মম, মৌসুমী প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘যে শহরে ভালোবাসা হলুদ গল্প হয়’।  রচনা- সেতু আরিফ ,পরিচালনা করেছেন- গোলাম মুক্তাদির। অভিনয়: অপূর্ব, স্বর্ণা, ঝুমুর  প্রমুখ।

দেশ টেলিভিশন
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক মধ্যবিত্তনামা। রচনা: মেহরাব জাহিদ। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অশোক ব্যাপারী, জেনী, প্রিয়া আমান, মিম চৌধুরী ও অনেকে।

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক লজ্জাবতী লায়লা এবার অভিনেত্রী লায়লা।  রচনা: মাসুম শাহরিয়ার। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: তিশা, চঞ্চল চৌধুরী, সুজাত শিমুল, শাহেদ আলী সুজন, রাশেদ মামুন অপু, নীলা ইসরাফিল, তানজিকা, ইভানা শহীদুল্লাহ সবুজ ও অন্যান্য।

রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক : হোটেল বিলাসবহুল। রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ। অভিনয়: মোশাররফ করিম, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, আব্দুল্লাহ রানা, ফারহানা মিঠু, বাঁধন, সজীব প্রমুখ।

গো নিউজ২৪/এআর

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী