ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে শেবাচিমে ৪০ রোগীর মৃত্যু


গো নিউজ২৪ | হাসিবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৭, ০৮:৫৯ পিএম
ঈদের ছুটিতে শেবাচিমে ৪০ রোগীর মৃত্যু

বরিশাল: ঈদের আগে ও পরের তিনদিনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৪ শিশুসহ ৪০জন রোগী মারা গেছেন। এরমধ্যে ২৪ জন রোগী মারা গেছেন গত শনিবার ঈদের দিন। এছাড়া কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে তিনদিনে ১৬৩ রোগী স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন। গুরুতর অবস্থায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চলে গেছেন ৬১ জন।

বরিশাল শেবাচিম হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর)  গো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। অথচ ঈদের আগে বন্ধের সময় হাসপাতালের চিকিৎসা সেবায় সংকট তৈরি হবেনা বলে কর্তৃপক্ষের ঘোষণা থাকলেও এমন বাস্তবতা অনেকে শঙ্কিত। বিশেষ করে ছুটি ছাড়াও অলিখিতভাবে ডাক্তার-নার্স ও কর্মচারীরা ছুটি কাটানোর ফলে হাসপাতালের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

যদিও শেবাচিমের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম দাবি করছেন, কঠোর নজরদারীর কারণে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় তেমন কোনো সমস্যা হয়নি।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন অর্থাৎ গত শুক্রবার ৮ রোগী মারা গেছেন। ওই দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চলে গেছেন ৩২ রোগী। কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন ৬৯ জন। ওইদিন নতুন রোগী ভর্তি হয়েছে ২৬১ জন।

ঈদের দিন শনিবার ৯  শিশুসহ ২৪ জন রোগী মারা গেছেন। চিকিৎসাসেবায় তুষ্ট না হয়ে অন্যত্র চলে গেছেন ১৩ রোগী। ওই দিন স্বেচ্ছায় হাসপাতাল ছেড়েছেন ৬৩ জন। এছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ১৩৯ রোগী। নতুন ভর্তি হয়েছিলেন ২০৭জন। ঈদের পরের দিন অর্থাৎ রোববার মারা গেছেন ৮ রোগী। উন্নত চিকিৎসার আশায় অন্যত্র চলে গেছেন ১৬ জন। সন্তোষজনক চিকিৎসা না পেয়ে স্বেচ্ছায় বাড়ি ফিরেছেন ৩১ জন।

হাসপাতালটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, জরুরি মেডিকেল অফিসার ও ইনডোর মেডিকেল অফিসার মোট ১৩০ জন চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে ঈদের ছুটি নিয়েছিলেন মাত্র ১০জন। কিন্তু ছুটি ছাড়াও অলিখিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ইসলাম ধর্মাবলম্বী বেশিরভাগ চিকিৎসক। এমনকি জরুরি বিভাগে ১০ জন চিকিৎসকের স্থলে তিনদিনে দায়িত্ব পালন করেছেন মাত্র তিনজন চিকিৎসক।

ওই সূত্রটি আরও জানিয়েছে, ২৫ জন হিন্দুসহ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ১৭০ জন। তাদের মধ্যে বরিশালে স্থায়ীভাবে বসবাস করেন অন্তত ৩০ জন। ঈদের তিনদিনে অর্ধেকের বেশি ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে ছিলেন অনুপস্থিত। নার্সদের উপস্থিতির হারও ছিল একই রকমের।

তাছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারীর একটি অংশ অনুপস্থিত থাকায় পুরো হাসপাতালে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কেবিন থেকে শুরু করে সর্বত্র। যে কারণে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ভেঙে পড়ে বলে মত দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাদের ভাষায় এমন পরিস্থিতি প্রতি বছরই ঈদ বা কোরবানিতে দেখা দিয়ে থাকে।

তবে হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, ঈদের বন্ধে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স কর্মরত ছিলেন। এমনকি তিনি নিজে প্রতিটি বিষয় কঠোরভাবে নজরদারীতে রেখেছিলেন।

ঈদের দিন ২৪ জন রোগীর মারা যাওয়ার বিষয়ে পরিচালক বলেন, যারা মারা গেছেন তাদের অবস্থা খুবই খারাপ ছিলো। বিশেষ করে কম ওজন নিয়ে জন্মগ্রহণের পর শিশু মৃত্যুর বিষয়টি স্বাভাবিক। এছাড়া অতিরিক্ত অ্যাজমা, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরেও বিষয়টি পর্যবেক্ষণ রয়েছে।

তাছাড়া যেসব ডাক্তার বা কর্মচারী ছুটি না পেয়েও কাটিয়েছে তাদের সম্পর্কে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পরিচালক।

গোনিউজ২৪/এন

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!