ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসিকে ২৭ প্রস্তাব দিল ধর্মভিত্তিক ২ দল


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৮:৪১ পিএম
ইসিকে ২৭ প্রস্তাব দিল ধর্মভিত্তিক ২ দল

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়েছে ধর্মভিত্তিক দুটি রাজনৈতিক দল। দুই দলের পক্ষ থেকেই ইসিকে পৃথকভাবে ১১ ও ১৬ দফা প্রস্তাব পেশ করা হয়েছে।

এর মধ্যে রাজনৈতিক দলের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বাধ্যবাধকতা বাতিলসহ নির্বাচনে সেনা মোতায়েন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ইসিকে ১১ দফা প্রস্তাব দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম।

অপরদিকে, নির্বাচনকালীন সরকারের দাবি ও ঢালাওভাবে সেনা মোতায়েন না করাসহ ১৬ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি-জোট ছেড়ে যাওয়া ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ইসির সংলাপে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলাম আর বিকেলে এনপিপি আলাদাভাবে সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরে।

হেফাজতে ইসলামের সঙ্গেও সম্পৃক্ত ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস ও মহাসচিব নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলামের নেতৃস্থানীয়। ২০০৮ সালে ইসির নিবন্ধন লাভ করে দলটি। মহাসচিব নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সকালে ইসির সংলাপে অংশ নেয়। তাদের অন্য প্রস্তাবগুলোর মধ্যে আছে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, প্রবাসীদের ভোটাধিকার দেয়া, স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের বাধ্যবাধকতা বাতিল করা ইত্যাদি।

গণপ্রতিনিধিত্ব আদেশে ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে জমিয়তে ইসিকে দেয়া লিখিত প্রস্তাবে এর বিরোধিতা করে বলেছে, তথাকথিত অনেক প্রগতিশীল দেশেও এ ধরনের আইন নেই।

বিকেলে সংলাপে অংশ নেয়া এনপিপি আম প্রতীক নিয়ে ইসির নিবন্ধন পেয়েছিল ২০০৮ সালে। এর নেতৃত্বে ছিলেন প্রয়াত শেখ শওকত হোসেন নীলু। ২০১৪ সালের আগস্টে দলটি বিএনপি জোট ছাড়লে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি অংশ এখনো বিএনপি-জোটে আছে। নীলুর মৃত্যুর পর তার ভাই শেখ ছালাউদ্দিন দলটির চেয়ারম্যান হন। তার নেতৃত্বেই ১১ সদস্যের প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেয়।

এনপিপি জাতীয় নির্বাচনে অংশ নেয়া নিবন্ধিত দলগুলোর প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার, সব দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, অনলাইনে মনোনয়নপত্র জমা, প্রবাসীদের ভোটাধিকার দেয়া, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে দলের চেয়ারম্যান ও মহাসচিবের যোগ্যতা যাচাই, নির্বাচনে ইভিএমের ব্যবহার না করার প্রস্তাব করে।

উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। এখন পর্যন্ত ১৮টি দলের সঙ্গে সংলাপ হয়েছে।

গোনিউজ২৪/এন

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়