ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার ঘোষণা


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৭, ০৭:১২ এএম
ইসলামী ব্যাংকের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার ঘোষণা

ইসলামী ব্যাংকের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার ঘোষণা নিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান আরাস্তু খান।

এ সময় তিনি বলেন, ‘দেশে-বিদেশে এই ব্যাংকের মডেল গত ৩৪ বছর ধরে শরিয়াভিত্তিক ব্যাংক স্থাপনের মাধ্যমে এর বাস্তবতা দৃশ্যমান হয়েছে। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামী শরিয়ার সব বিধিবিধান কঠোরভাবে পরিপালন করা হবে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে।’

দায়িত্ব গ্রহণের পর রোববার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাবেক সচিব ও কমার্স ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। তিনি সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

আরাস্তু খান বলেন, ‘আগের পর্ষদের মাধ্যমে ভালোভাবেই পরিচালিত হচ্ছিল ইসলামী ব্যাংক। তবে যে কোনো জায়গায় মাঝে-মধ্যে একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তন আসে। ইসলামী ব্যাংকে তেমনটি হয়েছে, ম্যানেজমেন্টে পরিবর্তন হয়েছে।’

তিনি বলেন, ‘কয়েকজন মানুষের পরিবর্তন হয়েছে। অন্য কোনো পরিবর্তন আসবে না। এখানে যারা কর্মরত আছেন, সব চাকরি নিরাপদ। তবে অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাংটিতে নারীদের অংশগ্রহণ কম মন্তব‌্য করে তিনি বলেন, ‘নারীদের পদোন্নতিসহ আরও নতুন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে।’

এ সময় তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের সম্পদের পরিমাণ অনেক। এই ব্যাংকের মাধ্যমে সরকারের বড় বড় প্রকল্পে অর্থায়ন হবে। কারণ সরকার কখনও ঋণ খেলাপি হয় না। তাই মুনাফা কম হলেও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্পে অর্থায়ন করা হবে।’

ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় নিয়ে বেশ আগে থেকে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আরাস্তু খান বলেন, ‘ইসলামী ব্যাংকের সিএসআরের আওতায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। বিদ্যমান নিয়মেই এসব প্রতিষ্ঠান চলবে। তবে সঠিকভাবে সিএসআরের ব্যয় নিশ্চিত করা হবে।’

গো নিউজ ২৪/ এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?