ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১০:১০ এএম
ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব-উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও  মোহাম্মদ কায়সার আলী। বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বরিশাল জোনের ২৩টি শাখার ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। এ ব্যাংক মানুষের কল্যাণের জন্য বিনিয়োগ করে থাকে। মানুষের জন্য ক্ষতিকর কোন কিছুতে বিনিয়োগ করা থেকে বিরত থাকে। এ ব্যাংকের কর্মীরা ব্যাংককে ভালবেসেই এর জন্য কাজ করে।

তিনি বলেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর বরিশাল অঞ্চলের ব্যবসা বানিজ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে যা দেশকে আরো একধাপ এগিয়ে  নিবে। এ সুবিধাকে কাজে লাগিয়ে বরিশাল অঞ্চলের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে তিনি সকলের প্রতি আহ্বন জানান। নতুন নতুন উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়ের নতুন নতুন ক্ষেত্র আবিস্কারের জন্য ব্যাংকের কর্মীদের আরো বেশি নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি গ্রাহক সেবার মান আরো উন্নত করতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার পরামর্শ দেন।

এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিটি মানুষের কাছে এ ব্যাংকের সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

গোনিউজ২৪/কেএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা