ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

ইরাকি মেসিকে অপহরণ করেছিল আইএস!


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৬:৩৫ পিএম আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১২:৩৫ পিএম
ইরাকি মেসিকে অপহরণ করেছিল আইএস!

মেসির প্রতি বাবা এতই ভক্ত যে বাবা তার ছেলের নামই রেখে দিয়েছিলেন মেসি।  অথচ তাদের জন্ম মুসলিম ঘরে।  এমনকি ইরাকের মতো দেশে।  আর সে কারণে ২ বছর আগে ইরাকের মেসিকে-তার মা ও বোনকে অপহরণ করেছিল আইএস-এর জঙ্গিরা।

২০১৪ সালে অপহরণ করার পর ২ বছর আইএসের বন্দিত্বে ছিল ইরাকি মেসি এবং তার মা ও বোন।  এরপর ৬ মাস আগে মুক্তি পান তারা।  কুর্দিস্থান২৪ নামে একটি সংবাদ সংস্থা ইরাকি মেসির সাক্ষাৎকার, তার পরিবারের সঙ্গে কথা বলে এ রিপোর্ট প্রকাশ করেছে।

কুর্দিস্থানের ইয়াজিদি সম্প্রদায়ের সেই ইরাকি মেসির জন্ম। বাবা ফুটবলপ্রেমী। শুধু তাই নয়, খুব বার্সা এবং মেসি ভক্ত। এ কারণে, ছেলের নামও রেখেছিলেন মেসি। ২০১৪ সালে ইয়াজিদি সম্প্রদায়ের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আইএসের সন্ত্রাসীরা। ওই সময় প্রচুর মানুষকে অপহরণ করে নিয়ে যায় আইএস এবং তাদেরকে দাসত্বের জীবন গ্রহণ করতে বাধ্য করে।

সম্প্রতি সেই বন্দীশালা থেকে ২০১৪ সালে অপহরণকৃতদের অনেককেই উদ্ধার করা গেছে। মুক্তি পেয়েছে ইরাকি মেসি এবং তার মা ও বোন। ধারণা করা হচ্ছে অন্তত তিন হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে আইএসের বন্দিশালা থেকে। আরও অনেকে এখনও বন্দি রয়েছে।

কুর্দিস্থান২৪ এর বরাত দিয়ে ইরাকি মেসির অপহরনের সংবাদ এখন বিশ্ব মিডিয়ায় জায়গা করে নিয়েছে। ইরাকি নিউজ রিপোর্ট করেছে, ইরাকি মেসির মাকে আইএস তার ছেলের নাম পরিবর্তনে বাধ্য করেছে। আইএস তাদেরকে বলেছে, ‘অবশ্যই অবিশ্বাসীদের নাম রাখা যাবে না। এটা পরিবর্তন করতে হবে। মেসি থেকে নাম পাল্টে রাখতে হবে হাসান।’

তিন বছর বয়সে অপহৃত হওয়া সেই মেসির বয়স এখন পাঁচ। এখন সে পুরোপুরি বুঝতে শিখেছে কে আসল মেসি। তার বাবা কেন সেই মেসির ভক্ত। ইরাকি মেসিও এখন স্বপ্ন দেখে একদিন বড় মাপের ফুটবলার হবে।

গত বছর আফগানিস্তানে আবিস্কার হয়েছিল এক ক্ষুদে মেসির। মুর্তজা আহমদি নামে ৫ বছরের সেই শিশু পলিথিন কেটে মেসির আর্জেন্টাইন জার্সির মত করে বানিয়ে গায়ে পরেছিল। সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর মেসি নিজে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দেন এবং গত ডিসেম্বরেই আফগান মেসির সঙ্গে দেখা হয় আসল মেসির।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ