ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইমরুলের পরিবর্তে সৌম্য?


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৭, ০৭:৪৭ এএম
ইমরুলের পরিবর্তে সৌম্য?

আশঙ্কাটাই সত্যি হলো! আলট্রা সাউন্ড রিপোর্ট বলছে, আগামী দু’সপ্তাহ মাঠে নামতে পারবেন না বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তার মানে, ক্রাইস্টচার্চ টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের অন্যতম এই ওপেনিং ব্যাটসম্যানের।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে তার চোটের আলট্রাসনোগ্রাম করা হয়েছে। এতে ধরা পড়েছে, ইমরুল গ্রেড-টু পর্যায়ের মাংশপেশীর চোটের শিকার। তার কিছু টিস্যু ছিঁড়ে গিয়েছে। তাকে দু’সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিসিবি-র একটি সূত্র এই খবর জানিয়েছে।

ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর পর চোটের শিকার হয়ে মাঠ ছাড়েন ইমরুল। তার আগে মুশফিকের জায়গায় তিনি ১৪৮ দশমিক দু’ওভার কিপিং করেন। যেখানে দুর্দান্ত পাঁচটি ক্যাচ ধরে ইতিহাস গড়েন বদলি কিপার হিসেবে। এমনকী, ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দিনে দলের বিপর্যয়কর অবস্থায় ব্যাট করতে খুঁড়িয়ে মাঠে আসেন ইমরুল। যদিও রানের জন্যে দৌড়নো তার পক্ষে সম্ভব ছিল না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে চার-ছক্কা মেরে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন। এর আগে মাউন্ড মাঙ্গানুইর শেষ টি-টোয়েন্টিতেও আঘাত পেয়েছিলেন। সেটি গুরুতর না হওয়ায় আবার খেলাতে ফিরেছিলেন। কিন্তু এবার আর তার খেলা হচ্ছে ‍না ক্রাইস্টচার্চে।

এ দিন দুপুরে ক্রাইস্টচার্চ পৌঁছে বিমান বন্দরে নিজের চোট সম্পর্কে মিডিয়াকে বলেছিলেন, ‘‘আমি এখনো সব কিছু নিশ্চিত না। ক্রাইস্টচার্চে আমাকে ডাক্তার দেখানোর কথা। আরো এক দু’দিন না গেলে বলতে পারব না, খেলতে পারব কি না। যদি খেলতে না পারি, তা হলে খুব মিস করব। কারণ, ক্রাইস্টচার্চ আমার প্রিয় একটি ভেন্যু। এখানকার উইকেটে আমি ভালো খেলি। আগেও ভালো খেলেছি। যদি খেলতে না পারি, তাতে খুব খারাপ লাগবে। দেখা যাক কী হয়।’’ ইমরুলের জায়গায় ক্রাইস্টচার্চ টেস্টে এখন সৌম্য সরকারকে খেলানো হতে পারে।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ