ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইফাদ অটোস বছরে ১০ হাজার গাড়ি তৈরি করবে


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক, প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৮:২২ পিএম
ইফাদ অটোস বছরে ১০ হাজার গাড়ি তৈরি করবে

ঢাকা: ইফাদ অটোস লিমিটেড বছরে ১০ হাজার গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার অদূরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত ইফাদের নিজস্ব কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভিনোদ কে দেসারী।

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আগমেদ, ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদসহ বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি উদ্যোগে ইতিহাসে নবদিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড।  কারণ হিসেবে তারা বলেন, কোম্পানিটির এ কারখানা চালু করায় দেশি-বিদেশি উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে।  আমাদের কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, এ কারখানায় বিশ্ব বিখ্যাত অশোক লেল্যান্ড ব্র্যান্ডের গাড়ি সংযোজন করা হবে।  যেখানে বছরে ১০ হাজার গাড়ি সংযোগ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি হবে নতুন নতুন গাড়ি।  শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, দেশের অনেক ছোট ছোট বিশেষায়িত কারখানা তাদের উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্য এ সংযোজন কারখানায় সরবরাহের দ্বারা উন্মোচন হবে।

জাতীয় অর্থনীতিতে এ সংযোজন কারখানা বিশেষ ভূমিকা পালন করবে।  এর ফলে দেশীয় কাঁচামালের সঠিক ব্যবহার, দক্ষ কর্মী সৃষ্টি, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

কারখানায় বিভিন্ন মডেলের এসি, ননএসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সংযোজন হবে, এর উৎপাদন খরচ আমদানিকৃত তৈরি গাড়ির চেয়েও কম হবে।  এ সুবিধা ভোগ করবে গাড়ি ক্রেতারা।

গো নিউজ২৪.কম/এম

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা