ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনসুলিন দিয়ে স্ত্রী হত্যা, রাত কাটালেন প্রেমিকার সঙ্গে!


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৬, ০৩:৪২ পিএম
ইনসুলিন দিয়ে স্ত্রী হত্যা, রাত কাটালেন প্রেমিকার সঙ্গে!

প্রথমে স্ত্রীকে খুন করেছিলেন শরীরে ইনসুলিন ইনজেকশন দিয়ে। এর পর বাকি রাত কাটিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। নির্মম এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি একজন চিকিৎসক।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দা ওই চিকিৎসকের নাম ব্রায়ান ক্রিকিট (৬৩)। তিনি স্ত্রী ক্রিস্টিন ক্রিকিটের (৬১) শরীরে ইনজেকশনের মাধ্যমে মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবেশ করান। এর ফলে মারা যান ক্রিস্টিন। এর পর তিনি বাকি রাত কাটান প্রেমিকা লিন্ডা লিভমোরের সঙ্গে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউসাউথ ওয়েলসের সুপ্রিম কোর্টে বিষয়টি প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে আইনজীবীরা জানিয়েছেন, স্ত্রীর জীবনবিমার অর্থ পাওয়া ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্যই খুনের আশ্রয় নিয়েছিলেন ক্রিকিট।

আদালতে এক শুনানিতে বলা হয়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর অথবা পরের দিন ক্রিস্টিনার শরীরের নিম্নাংশে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। ব্রায়ান তাঁর এক রোগীকে দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ওই ইনসুলিন কিনেছিলেন।

শুনানিতে আরো বলা হয়, স্ত্রীকে হত্যার মাত্র দুই দিন আগে ইন্টারনেটে ‘ইচ্ছেকৃতভাবে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন’ নেওয়ার প্রভাব বিষয়ে খোঁজ করেছিলেন ব্রায়ান।

শুনানির সময় আদালত বলেন, স্ত্রীর প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ ও প্রেমিকা লিভমোরের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রিকিটকে এই হত্যায় তাড়িত করেছে। ইন্টারনেটে ক্রিকিটের ইনসুলিন বিষয়ে খোঁজ করা এটাই প্রমাণ করে যে, তিনি তাঁর স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন।

হত্যা মামলায় আগামী বছর ক্রিকিটকে সাজা দেবেন আদালত।

গো নিউজ ২৪/ এস কে 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও