ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড চলে যাবেন অভিমানী স্যামুয়েলস


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১০:৪৭ পিএম
ইংল্যান্ড চলে যাবেন অভিমানী স্যামুয়েলস

খুব আঘাত পেয়েছেন তিনি। ইচ্ছে ছিল, ৩ মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ড যাবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ান বোর্ড স্কোয়াডে রাখেনি মারলন স্যামুয়েলসকে।

তারা যুক্তি দেখিয়েছে, স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে আসর না খেলে পিসিএলে এসেছেন। আর যারা ওই ক্যারিবীয় ঘরোয়া আসর খেলেনি, তাদের ইংল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হয়নি; কিন্তু স্যামুয়েলস পিসিএলে আসার আগে ওই আসরের তিনটি ওয়ানডে খেলেছিলেন। বোর্ডের এ সিদ্ধান্তে স্যামুয়েলস খুব ভেঙে পড়েছেন।

১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডে চলে যাবেন। সেখানে বিদেশিদের স্থানীয় ক্রিকেটার কোটায় খেলার আইনি ব্যবস্থা (কোলপাক) ডিলের শরণাপন্ন হবেন। কিছুদিন আগেই যেটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল, ফিদেল অ্যাডওয়ার্ড, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবোট আর রিলি রুশো। এই চুক্তির আওতায় স্যামুয়েলস আগামী তিন বছর ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের হয়ে খেলবেন। বছরে এক লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার পাউন্ড পাবেন।

কিন্তু এই সময়ে তিনি আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে পারবেন না। স্যামুয়েলস বলেছেন ''আমি অর্থের জন্য এ সিদ্ধান্ত নিচ্ছি না। ১৭ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছি। আমার সময়ের কেউই এখন বর্তমান দলে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি আমার ভেতরে ক্যারিবিয়ান ক্রিকেটটা অনুভব করি। আমি সততার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছি। আমার মতো ইংল্যান্ডের মরগানও পিসিএল খেলছে। সে যদি পিসিএল খেলে ইংল্যান্ড দলে ফিরে যেতে পারে, তাহলে আমি কেন পারিনি ওয়েস্ট ইন্ডিজে ফিরতে। কিন্তু পুরো ব্যাপারটি জটিল করে ফেলেছে ক্যারিবিয়ান বোর্ড। তাই নতুন করে ভাবতেই হচ্ছে আমাকে।'' 

অভিমানী স্যামুয়েলসের ইঙ্গিত, তিনি আর ক্যারিবীয় জার্সি গায়ে জড়াবেন না।

গো নিউজ২৪/এএফ 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ