ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড ও ভারতের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৭, ০৮:১৬ পিএম
ইংল্যান্ড ও ভারতের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে জিতে আপাতত সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আগামী ১৯ তারিখ কটকের বরাবাটি স্টেডিয়ামে ফের ব্রিটিশ ব্রিগেডের মুখোমুখি হতে চলেছেন বিরাটরা। টেস্টের পরে অধিনায়ক কোহলির নেতৃত্বে সীমিত ওভারের খেলাতেও ভারত আধিপত্য বজায় রাখতে পারে কি না, সে দিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া। কিন্তু এসবের মধ্যেই স্যোশাল মিডিয়ায় আলোড়ন তুলল এক চাঞ্চল্যকর তথ্য। কটকে নামার আগেই নাকি জিতে গিয়েছে ভারত! ভাবছেন, এও কীভাবে সম্ভব? পরিসংখ্যান কিন্তু সে কথাই বলছে।

 

বিগত দশ বছরে কটকের বরাবাটি স্টেডিয়ামে যে ক’টি ওয়ান ডে ম্যাচ ভারত খেলেছে, তার কোনওটাতেই হারেনি। এই কারণে এই স্টেডিয়াম ভারতের কাছে পয়মন্ত বলে ধরে নেওয়া হয়। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ বরাবাটিতে খেলেছিল ভারত। সেই ম্যাচে ছ’য় উইকেটে জয় পায় ভারত। এছাড়া এই স্টেডিয়ামে শেষবার ভারত ম্যাচ হারে ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই দলে ছিলেন যুবরাজ সিং।

বলা বাহুল্য, ইতিহাসের খাতায় ভারতের পাল্লাই ভারী। বরাবাটিতে ভারত জয়ী হবে কি না, তা জোর দিয়ে বলা না গেলেও একথা বলাই যায় এই পরিসংখ্যান ভারতীয় ক্রিকেটারদের বাড়তি মনোবল জোগাবে। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার মানসিকভাবে ইংল্যান্ডের থেকে এগিয়ে রইল বিরাটবাহিনী। দুই দলের পারফর্মেঞ্চ খুব ভাল ছিল প্রথম ম্যাচে। তাই দল অপরিবর্তিত রেখেই মাঠে নামতে চাইবে কোহলি-মরগানরা। 

কেমন হতে পারে ইংল্যান্ড ও ভারতের দ্বিতীয় ওয়ানডের একাদশ দেখে নিন একনজরে- 

 

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ:

জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, জেক বল, ও ডেভিড উইলি। 

ভারত সম্ভাব্য একাদশ: 

শিখর ধাওয়ান, কুন্দনলাল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ড্য, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ও জাস্প্রিত বুম্রা। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ