ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসছে কোরবানির ঈদ, গরুকে খাওয়ানো হচ্ছে নিষিদ্ধ ওষুধ


গো নিউজ২৪ | মাহবুবুর রহমান সুমন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৭, ০৯:৫৯ এএম
আসছে কোরবানির ঈদ, গরুকে খাওয়ানো হচ্ছে নিষিদ্ধ ওষুধ

চাঁদপুর: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের বিভিন্ন গ্রামে কৃষকদের বাড়ি ও গো-খামারে এবারও শুরু হয়েছে ষাড় গরু মোটাতাজাকরণ। তবে অর্থ লোভী কিছু অসাধু ব্যক্তি ও খামার মালিক এসব ষাড় গরু দ্রুত মোটাতাজা করতে সরকারি নিষেধ অমান্য করে ভারতীয় নিষিদ্ধ স্টেরয়েড গ্রুপের ক্ষতিকারক ওষুধ গরুকে সেবন করাচ্ছে। কিন্তু জনস্বাস্থ্যের দিকে কেউ খেয়াল করছে না। স্থানীয় কর্মকর্তারাও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সাধারণত খামারে গরু মোটাতাজা করা হয়ে থাকে প্রতি বছর কোরবানি ঈদের কয়েক মাস আগে থেকে। তবে মৌসুমি খামারে ও কৃষকের বাড়িতে ২ থেকে ৩টি করে গরু মোটাতাজা করা হয়। এ বছর কোরবানির ঈদ উপলক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে ষাড় গরু মোটাতাজাকরণ করা বেশি হচ্ছে। কিন্তু গরুগুলোকে দ্রুত মোটাতাজা করতে সংশ্লিষ্ট বিভিন্ন হাট-বাজারের ওষুধের দোকানে ভারতীয় স্টেরয়েড পেরিঅ্যাকটিন, ডেক্সামেথাসনসহ দেশীয় ডেকাসন, এডাম-৩৩, বেটামেথাসন, ডেক্সানসহ অর্ধশতাধিক ব্র্যান্ডের ওষুধ খাওয়ানো হচ্ছে।

ষাড় গরু মোটাতাজাকরণের সত্যতা স্বীকার করে মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, স্টেরয়েড গ্রুপের ক্ষতিকারক ওষুধ গরুকে না খাওয়ানোর জন্য কৃষক ও খামারিদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ সত্ত্বেও কিছু অসৎ কৃষক ও খামার মালিকরা গরুকে এই নিষিদ্ধ ঘোষিত ওষুধ খাওয়াচ্ছে। এ নিষিদ্ধ ঘোষিত ওষুধ গরুকে খাওয়ানো বন্ধ না করলে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হতে পারে।

ট্যাবলেট দিয়ে গরু মোটাতাজাকরণ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, স্টেরয়েড গ্রুপের এসব ওষুধ সেবনের কারণে দ্রুত মোটাতাজা হলেও গরু রোগাক্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে এবং গরুর কিডনি, যকৃত, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়। এসব ষাড়ের মাংস মানুষের জন্যও নিরাপদ নয়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

গো নিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা