ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোর পথে যশোরের ৩৪ শিশু শ্রমিক


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট, যশোর প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০৪:০৩ পিএম আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১০:৩৯ এএম
আলোর পথে যশোরের ৩৪ শিশু শ্রমিক

ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ও তাদের আলোর পথে আনতে যশোরে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ পদক্ষেপের আওতায় শহরের ৩৪ শিশু শ্রমিককে স্কুলে ভর্তি করে তাদের বই, খাতা ও স্কুল ড্রেস দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ৩৪ শিশুর পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অভিভাবকদের মধ্যে কাউকে মুদি দোকান, ভ্যান গাড়ি কিনে দেওয়া হবে। আবার অনেককে গাভী ক্রয় করে দিয়ে পালন করার ব্যবস্থা করা হচ্ছে।

যশোর পৌরসভার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই নান্দনিক উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন। প্রতিষ্ঠানটি ‘জীবনের জন্য প্রকল্পের’ আওতায় এই বাস্তবমুখী উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার শহরের সিসিটিএসে প্রকল্পের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানিয়েছেন অ্যারিয়া কো-অর্ডিনেটর মাইকেল মণ্ডল। তিনি বলেন, ‘এছাড়া শিশুদের লেখাপড়ার খরচ যোগানোর জন্য বিকাশের মাধ্যমে আগামী মাস থেকে ২ হাজার করে টাকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিশু শ্রম নিরসন ও তাদের সুরক্ষা করে উন্নত জীবনের পথে ধাবিত করা।’

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্পের অ্যারিয়া কো-অর্ডিনেটর মাইকেল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান মনি চাকলাদার, সংরক্ষিত নারী কাউন্সিলর নাসিমা আক্তার জলি।

জীবনের জন্য প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ট্রেনিং অফিসার অনিন্দিতা বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন- যশোর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, এডাব যশোরের সদস্য সচিব শাহাজাহান নান্নু, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যশোর কোতোয়ালি থানার এসআই খাদিজা খাতুন, জীবনের জন্য প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুজন চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সভা থেকে ৫ নাম্বার ওয়ার্ড শিশু শ্রমমুক্ত করে মডেল ওয়ার্ড করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গো নিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা