ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচিত কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ০৩:৩০ পিএম আপডেট: এপ্রিল ২০, ২০১৭, ০৯:৩০ এএম
আলোচিত কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু

দুই মেয়ের সাথে কৃষ্ণা কাবেরী

মোহাম্মদপুরের আলোচিত কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার আসামি কে এম জহিরুল ইসলামের বিচার শুরু হয়েছে।

বৃহ্স্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের ওই শিক্ষককে হত্যা মামলায় একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এ আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শেখ বাহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ রাতে আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরীর স্বামী বিআরটিএর উপ-পরিচালক সিতাংশু শেখর বিশ্বাসকে কেক, ফুল ও ফলের রস নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার মোহাম্মদপুরের ইকবাল রোডের ফ্লাটে যান কে এম জহিরুল ইসলাম পলাশ। সেই খাবার খাইয়ে অচেতন করা হয় সিতাংশুকে।

নথি থেকে আরও জানা যায়, পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তার কলেজ শিক্ষিক কৃষ্ণা কাবেরী বাধা দিলে তাকেও হাতুড়িপেটা করে আহত করার এক পর্যায়ে শরীরে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্ত। একই ঘটনায় আহত হয় সিতাংশু-কৃষ্ণা দম্পতির দুই মেয়ে শ্রবণা বিশ্বাস শ্রুতি ও অয়ত্রী বিশ্বাস অদ্বিতীয়া। পরে অগ্নিদগ্ধ কৃষ্ণা কাবেরী ওই রাতেই হাসপাতালে মারা যান।

হামলার কারণ সম্পর্কে সিতাংশু জানিয়েছিলেন, হামলাকারী জহিরুল গুলশানে হাজী আহাম্মেদ ব্রাদার্স সিকিউরিটির ব্যবস্থাপক। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে। এ টাকা হাতিয়ে নিতেই হামলা করা হয়।

২০১৫ সালের অক্টোবর মাসের প্রথম দিকে আসামি জহিরুল হক আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড