ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০১৭, ০১:১০ পিএম আপডেট: জুন ৮, ২০১৭, ০৭:১০ এএম
আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে

অনুমোদন পেতে যাচ্ছে নতুন আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়। একটি লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্যটি হচ্ছে এভিয়েশন বিশ্ববিদ্যালয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বলেছেন, দেশে নতুন আরো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ইতিমধ্যে প্রস্তাবিত ৫টি বিশ্ববিদ্যালয়ের আইন প্রণীত হয়েছে। ৩টি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো স্থাপনে প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে বলে তিনি তার বাজেট বক্তৃতায় জানান।

সারাদেশে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে অনুমোদন পাওয়া দুটি বিশ্ববিদ্যালয়ের একটি হলো জামালপুরে বঙ্গমাতা ফজিলাতুননেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যটি নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। নতুন অনুমোদনের অপেক্ষায় থাকা দুটি নিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৪২টি। জানা গেছে, দেশে বিমান পাইলট, কারিগরি মেরামত ও পরিচালনায় এভিয়েশনের বিষয়ে পড়ালেখার চাহিদা বেড়েই চলছে। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বেসরকারিভাবে এভিয়েশন বিষয়ে ডিগ্রি দেয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে উচ্চশিক্ষার জন্য অনেকে বিদেশমুখী হন। এ কারণে দেশে একটি সরকারি এভিয়েশন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এভিয়েশন বিশ্ববিদ্যালয়টি ঢাকায় বা তার অদূরে স্থাপনের কথা রয়েছে। ইতিমধ্যে জমি খোঁজা শুরু হয়েছে। আইন তৈরির পরেই জমির বিষয়টি চূড়ান্ত করা হবে।

ইউজিসি থেকে জানা গেছে, ইতিমধ্যে নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। ১৭ ও ২২ এপ্রিল ইউজিসিকে আলাদাভাবে দুটি চিঠি দিয়ে খসড়া আইন তৈরির নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর এ সংক্রান্ত এক সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. শাহানাজ আলীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির নির্দেশনায় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় দুটির খসড়া আইনের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে এ আইন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এরপর মন্ত্রিপরিষদের নীতিগত সিদ্ধান্ত পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরে সংসদে তোলা হবে। সেখান থেকে অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় দুটি স্থাপনের কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু হাসান চৌধুরী বলেন, নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রাথমিক কাজ শুরু হয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্তে প্রতিটি জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। তারই আলোকে এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, দুটির মধ্যে একটি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুরে হবে। আর এভিয়েশন বিশ্ববিদ্যালয়টির জন্য এখনো স্থান ঠিক করা হয়নি। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গো নিউজ

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল