ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরেক শীর্ষ স্বাধীনতাকামী নেতাকে হত্যা, আবার উত্তপ্ত কাশ্মীর


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৫:১১ পিএম আপডেট: মে ২৭, ২০১৭, ১১:১১ এএম
আরেক শীর্ষ স্বাধীনতাকামী নেতাকে হত্যা, আবার উত্তপ্ত কাশ্মীর

বুরহান ওয়ানির সঙ্গে সাবজার আহমাদ

ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সাবজার আহমাদ ভাটকে শনিবার হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এক বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে সাবজার নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো কাশ্মীরজুড়ে।

ভারতের পুলিশ জানিয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ত্রাল এলাকায় গত রাতে সাবজার আহমাদকে হত্যা করা হয়েছে।

সাবজার ছিলেন কাশ্মীরের নিহত স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির উত্তরসূরি। গত বছরের জুলাইতে বুরহানকে হত্যা করে ভারতীয় বাহিনী। এরপর থেকেই ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে কাশ্মীরে। তার মৃত্যুর পর হিজবুল মুজাহিদিনের প্রধান হন সাবজার।

এই সংগঠনটি ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইরত কাশ্মীরের সবচেয়ে বড় স্বাধীনতাকামী গোষ্ঠি। ১৯৮৯ সালে উপত্যকাটিতে বিদ্রোহ শুরু হলে সশস্ত্র লড়াই শুরু করে হিজবুল মুজাহিদিন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবজারের সঙ্গে আরো এক যোদ্ধাও নিহত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কাশ্মীরের একটি গ্রামে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। স্থানীয় পুলিশ প্রধান শেষ পাল বৈদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হ্যাঁ, তাদের দুজনকেই হত্যা করা হয়েছে।’

এদিকে সাবজারের মৃত্যুর ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপত্যকা। বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। জনগণের ছোড়া পাথরের জবাবে শটগান দিয়ে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তারা। সবচেয়ে বড় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা ‘যাও ভারত, ফিরে যাও’ এবং ‘আমরা স্বাধীনতা চাই’ বলে স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে।

সংঘর্ষে অনেক সাধারণ মানুষ আহত হয়েছে।

ইতিহাসে এই প্রথম রাস্তায় নেমে আসে কাশ্মীরের মেয়েরা

১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে আছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। দুই দেশই পুরো ভূখণ্ডটি দাবি করে। তবে ভারত অধিকৃত কাশ্মীরের বেশিরভাগ মানুষ হয় স্বাধীনতা চায়, না হয় পাকিস্তানের সঙ্গে থাকতে চায়।

তিন দশক ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে কাশ্মীরের বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন। গত বছর বুরহান নিহত হওয়ার পর থেকে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় সেখানে। ওই বছরের সেপ্টেম্বরে সেখানকার একটি ভারতীয় সেনাঘাঁটিতে এক বিচ্ছিন্নতাবাদী হামলায় ১৮ সেনা নিহত হয়।

এরপর থেকে কাশ্মীরে অভিযান শুরু করে ভারত সরকার। এতে কাশ্মীরিদের মাঝে বিক্ষোভ আরো বেড়েছে। ইতিহাসে এই প্রথম ওই অঞ্চলের স্কুলগামী মেয়েরাও রাস্তায় নেমে এসেছে। সম্প্রতি কাশ্মীরের স্থানীয় নির্বাচনে ভোট পড়েছে মাত্র সাত শতাংশ। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ভারতের হাতছাড়া হতে যাচ্ছে কাশ্মীর। বর্তমানে এই এলাকায় ৫ লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও