ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবারও উপেক্ষিত নাসির হোসেন


গো নিউজ২৪ | গো স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১২:৩৪ পিএম
আবারও উপেক্ষিত নাসির হোসেন

শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘোষিত ১৬ সদদ্যের দলে আবারও উপেক্ষিত মিস্টার ফিনিশার খ্যাত অলরাউন্ডার নাসির হোসেন। সেখানে দেখা গেলো মোস্তাফিজ-রুবেলের দলে ফেরাছাড়া আর কোনো পরিবর্তন নেই। 

লেট অর্ডারে নাসিরের কার্যকর ব্যাটিং, প্রয়োজনের সময় অফ ব্রেক বোলিং করে ব্রেক থ্রু এনে দেয়া সর্বোপরি চিতা বাঘের মত বুক চিতিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেয়া সব মিলিয়ে প্যাকেজ অলরাউন্ডার তাকে বলাই যায়। অফ ফর্মে না থেকেও তাকে উপেক্ষা তাই অনেক প্রশ্নের জন্ম দেয়। 

বিদেশের মাটিতে অন্তত ৫টি বা এর বেশি টেস্ট খেলেছে এমন ক্রিকেটারদের ভেতর নাসিরের ব্যাটিং গড় ৩৪.৬০। দেশের বাইরে অন্তত ১০টি বা এর বেশি ওয়ানডে খেলেছে এমন ক্রিকেটারদের ভেতর নাসিরের ব্যাটিং গড় তাক লাগানো। ১৬টি ওয়ানডে খেলে নাসিরের গড় ৪৪.৮০। এছাড়াও বিদেশে অন্তত ১০টি বা এর বেশি টি-টোয়েন্টি খেলেছে এমন ক্রিকেটারদের ভেতর নাসিরের গড় ১৯.৭৭ হলেও বোলিং আর ফিল্ডিং বিবেচনা করে অনায়াসে তাকে দলে রাখা যায়।

১৬ সদস্যের দলে মোট পাঁচজন পেসার, চারজন স্পিনার থাকছেন। তামিম ইকবালের সঙ্গে যথারীতি ওপেনার সৌম্য সরকার। এখানে আর কোনো বিকল্প নেই। তিন নম্বরে মুমিনুল। চারে মাহমুদউল্লাহ, পাঁচে সাকিব আল হাসান, ছয়ে মুশফিকুর রহীম। সাত নম্বরে যদি লিটন বা সাব্বির।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং রুবেল হোসেন। 

গো নিউজ ২৪/এইচজে
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ