ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফ্রিদির ঐতিহাসিক রেকর্ডে পাখতুনের দুর্দান্ত জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৯:৩৬ এএম
আফ্রিদির ঐতিহাসিক রেকর্ডে পাখতুনের দুর্দান্ত জয়

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে আফ্রিদি-তামিমদের পাখতুন। বিরেন্দর শেবাগের মারাঠা অ্যারাবিয়ানসকে ২৫ রানের বিশাল ব্যবধানে হারায় পাখতুন। 

বৃহস্পতিবার শারজায় অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাখতুন। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি হতাশ করলেও হতাশ করেনি ফখর জামান ও 
লিমা ডসন। ২২ বলে ৩ ছয় ৩ চারে ৪৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান। ছিলেন অপরাজিতও। লিমা ডসনও মাত্র ২৩ বলে ৩ চার ৪ ছক্কায় খেলেন ৪৪ রানের দুর্দান্ত ইনিংস। 

এছাড়াও অধিনায় আফ্রিদি করেন ১০ রান। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২১ রান করে পাখতুন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করে অ্যারাবিয়ানস। এতে ২৫ রানের বড় জয় পায় পাখতুন।

এদিকে টি-টেন লিগের ইতিহাসে প্রথম রেকর্ড হিসেবে হ্যাট্রিক করেন পাখতুন অধিনায়ক ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহীদ আফ্রিদি। ২ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলেন আফ্রিদি।

পাখতুনের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। কিন্তু বিসিবির তলবের কারণে যোগ দিতে পারছেন না তিনি। 

আরও পড়ুন

সাকিবের কিপটে বোলিং, দলের বড় জয়

সদ্যই শেষ হয়েছে বিপিএল। তবে একদিন বাদে ফের শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে নতুন আর সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগ।

প্রথম ম্যাচে রাত সাড়ে ৯টায় দিনের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হয়ে সাকিব-পোলার্ডদের কেরালা কিংস। ম্যাচটিতে প্রথম ব্যাটিং করে সাকিবদের কেরালা কিংসকে নির্ধারিত ১০ ওভারে ৮৭ রানের টার্গেট দেয় বেঙ্গল টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় কেরালা কিংস। ম্যাচটিতে আন্দ্রে প্লেচার ৩২ ও চার্লস ৩৩ রানের ব্যাটিং ঝড় উপহার দেন।

সবচেয়ে মজার বিষয় হলো, আজকের ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১ ওভার বোলিং করে মাত্র ৫ রান দেন। মারকাটারি টুর্নামেন্টে এটি তুলামূলক অনেক কম। কারণ দলের বাকি বোলাররা ওভার প্রতি অনেক রান দিয়েছেন। 

এদিকে টি-১০ খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিপিএলে মোস্তাফিজের বোলিংকে পরীক্ষামূলক হিসেবে আখ্যা দিয়ে নিজামউদ্দিন বলেন, ‘টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়নি। এর আগে তার বিপিএলে অংশগ্রহণও ছিল পরীক্ষামূলক। টুর্নামেন্টে তার বোলিং দেখে আমাদের মতে হয়েছে মুস্তাফিজের ছন্দে ফিরতে আরও সময় দরকার। সে জন্যই ওকে টি-টেন লিগ খেলার অনুমতি ডেইনি।’ 

গো নিউজ২৪/এসএম
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ