ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আতঙ্ক ভুলে যুদ্ধে নামতে চায় বিরাটরা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৯:৩৭ এএম
আতঙ্ক ভুলে যুদ্ধে নামতে চায় বিরাটরা

সকল ভয় ও শঙ্কা দূর করে যুদ্ধে নামতে চান ভারত দলপতি বিরাট কোহলি। তবে সেটা মাঠের যুদ্ধ। ভয়ঙ্কর এক জঙ্গিহানার কয়েক দিনের মধ্যেই তাঁর দল ইংল্যান্ডে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে। এই রকম পরিস্থিতিতে অতীতে অনেক বিদেশি টিমের উপমহাদেশীয় সফর বাতিল হয়ে গিয়েছে। কিন্তু বিরাট কোহালির ভারত এ সব মাথায় রাখছে না। ইংল্যান্ডে পা দিয়েই ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তাঁরা মাঠের যুদ্ধের বাইরে আর কিছু নিয়ে ভাবছেন না।

ভারতের প্রথম ম্যাচ ৪ জুন, পাকিস্তানের বিরুদ্ধে। লন্ডনে সাংবাদিক বৈঠকে এসে কোহালি বলেন, ‘প্রথমেই আমি একটা কথা বলতে চাই। কয়েক দিন আগে ম্যাঞ্চেস্টারে যা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। ইংল্যান্ডের মাটিতে এ রকম ঘটনা তো অতীতে বিশেষ ঘটেনি, তাই যারা এই ঘটনার সাক্ষী, তারা স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন। অনেকেই এখন একটা আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের বুঝতে হবে, আমরা এখানে একটা টুর্নামেন্ট খেলতে এসেছি। তাই আমাদের ফোকাসটা মাঠেই থাকবে। অন্য কোনও ঘটনার ওপর নয়।’

কোহালি এটাও জানিয়ে দিচ্ছেন, চারদিকে কড়া নিরাপত্তা আর নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও তাঁর টিমের কেউ নার্ভাস নন। ‘আমি তো ব্যক্তিগত ভাবে একটুও নার্ভাস নই। আমার চারপাশে জীবনও স্বাভাবিক ভাবেই চলছে। এটাই তো হওয়া উচিত’ 
কোহালি জানাচ্ছেন, ইংল্যান্ডে পা দেওয়ার পরে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। ‘সারা দিন ধরে আমাদের বলা হয়েছে, কী কী নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। এটা কিন্তু ক্রিকেটারদের কাছে খুব স্বস্তিদায়ক ব্যাপার।’

কোহালি মনে করছেন, তাঁর দলের ভারসাম্য একেবারে ঠিক আছে। ‘আমাদের বোলিং ভাল। ব্যাটিংয়ে গভীরতা আছে। পেসাররা ভাল ফর্মে আছে। সে সব দিকে কোনও সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে, মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে। আপনার টিম বিশ্বের সেরা দল হতে পারে, কিন্তু মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে না পারলে কী লাভ আছে?’

প্রশ্ন কোহালির। ইংল্যান্ডের মাটিতে অতীত সিরিজে তাঁর সে রকম রান নেই। ব্যাপারটা মাথায় আছে কোহালির। তাই তিনি বলছেন, ‘আপনি যখন বিশ্বের সব জায়গায় সফল হতে চান, তখন যে সব জায়গায় ব্যর্থ হয়েছেন, সে সব জায়গার কথা ভুলতে পারেন না।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ