ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আটক সৌদি কোটিপতি প্রিন্সদের নির্যাতনে মার্কিন নাগরিক ভাড়া


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০২:২৫ পিএম আপডেট: নভেম্বর ২৪, ২০১৭, ০৮:২৫ এএম
আটক সৌদি কোটিপতি প্রিন্সদের নির্যাতনে মার্কিন নাগরিক ভাড়া

সৌদি আরবের আটক কোটিপতি প্রিন্সদের নির্যাতনের জন্য আমেরিকা থেকে ভাড়া করে বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর দিয়েছে।

মেইলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের ধনকুবের আল-ওয়ালিদ বিন তালালকে নির্যাতনের  সময় পা ওপরের দিকে দিয়ে বেধে পেটানো হয়েছে। এ কাজ করেছে আমেরিকা থেকে ভাড়া করা বেসরকারি নিরাপত্তা ঠিকাদাররা। 

পত্রিকাটি বলছে, সৌদি প্রিন্সদের আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এ কাজে নেতৃত্ব দিয়ছে মার্কিন ভাড়াটে লোকজন। আর এসব ভাড়াটে লোকজনকে সৌদি আরবে এনেছেন ৩২ বছর বয়সী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। তিনি এখন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

সৌদি সূত্রটি জানিয়েছে, "এসব ভাড়াটে ঠিকাদাররা আটক প্রিন্সদেরকে মারধর করছে, নির্যাতন চালাচ্ছে, থাপ্পড় দিচ্ছে, অপমানজনক কথাবার্তা বলছে। তারা এসব প্রিন্সকে শেষ করে দিতে চায়।"

ডেইলি মেইল বলছে, আমেরিকার সাবেক কুখ্যাত সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান 'ব্ল্যাকওয়াটার' থেকে নির্যাতনকারীদেরকে ভাড়া করা হয়েছে। বর্তমানে ব্ল্যাকওয়াটারের নাম বদল করে 'একাডেমী' রাখা হয়েছে। তবে একাডেমী সৌদি আরবে লোক ভাড়া দেয়ার কথা অস্বীকার করেছে।

গত ৪ নভেম্বর সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং বর্তমান ও সাবেক ৩০জন মন্ত্রীকে আটক করা হয়। এরমধ্যে ধনকুবের ওয়ালিদ বিন তালাল রয়েছেন। এরইমধ্যে আটক প্রিন্সদের কাছ থেকে যুবরাজ মুহাম্মাদ ১৯ হাজার ৪০০ কোটি ডলার জবরদখল করে নিয়েছেন।

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও