ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১২:৪৮ এএম
আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ

পয়েন্ট টেবিলের ফের শীর্ষে দল। এখনও পর্যন্ত  ৮ ম্যাচ খেলে ৩০৫ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কৃতিত্বের কোনও মূল্য নেই গৌতম গম্ভীরের কাছে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শুনিয়ে দিলেন, সতীর্থদের কঠোর পরিশ্রমই এই সাফল্য দিচ্ছে।

রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে ৭ উইকেটে অসাধারণ জয়ের পর গম্ভীর বলেছেন, ‘‘আমি কিন্তু কোনও সময়েই ব্যক্তিগত সাফল্য নিয়ে মাথা ঘামাতে পছন্দ করি না। দলকে কতটা সাহায্য করতে পারছি, আমার কাছে তার মূল্য অনেক বেশি।’’ 

সেখানেই না থেমে গম্ভীর আরও বলেছেন, ‘‘দুর্দান্ত একটা দল পেয়েছি। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট উপহার দিচ্ছে। আমি তাই যত বেশি রান তোলা সম্ভব, সেটা নিয়েই বেশি চিন্তা করতে চাই।’’ যেভাবে বুধবার ম্যাচ শুরু করেছিল পুণে, তারপর স্টিভ স্মিথের দলকে ১৮২ রানের মধ্যে আটকে রাখার জন্য গম্ভীর কৃতিত্ব দিয়েছেন বোলারদের। তিনি বলেছেন, ‘‘আমাদের দলের তিন স্পিনার দারুণ বল করেছে। পাশাপাশি পরে ব্যাট করেও আমরা যে অনায়াসে রান তাড়া করে জিততে পারি, সেটাও প্রমাণ করে দিয়েছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এই জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।’’

শুক্রবার ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ জাহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। গম্ভীর বলেছেন, ‘‘টানা ম্যাচের ক্লান্তি কাটিয়েই ভাল খেলতে হবে। মনে হচ্ছে ফিট কুল্টার নাইল’কে পেয়ে যাব।’’

দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ 

কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব। 

দিল্লি সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, স্যাম বিলিংস, করুণ নায়ার, শ্রেয়াস আইয়ার, ঋশব পান্ত, কোরি এন্ডারসন, ক্রিস মরিস, প্যাট কামিন্স, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, জহির খান। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ