ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৩:৫৬ পিএম আপডেট: ডিসেম্বর ১০, ২০১৭, ০৯:৫৬ এএম
আজ ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস

মাদারীপুর: মাদারীপুরের সমাদ্দার এলাকায় টানা তিনদিন পাক-বাহিনীর সাথে অবিরাম যুদ্ধ চালিয়ে যায় মুক্তিযোদ্ধারা। অবশেষে ১০ ডিসেম্বর সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়লে পাকসেনাদের খাদ্য ও গোলাবারুদের রসদ ফুরিয়ে গেলে আত্মসমর্পন করে। শত্রু মুক্ত হয় মাদারীপুর জেলা। এই যুদ্ধেই নিহত হয় জেলার সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ বাচ্চু।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানায়, মাদারীপুরের কৃষক, ছাত্রসহ সর্বস্তরের জনতা এক হয়ে মুক্তিবাহিনী গড়ে তোলে। অন্যদিকে পাক হানাদার বাহিনী স্থানীয় এদেশীয় দোসরদের সহায়তায় গোটা এলাকায় নির্যাতন চালাতে থাকে। এক সময়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক-বাহিনী পিছু হটতে বাধ্য হয়। মুক্ত হতে থাকে নতুন নতুন এলাকা। সর্বশেষ ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা উন্নত অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ‘সমাদ্দার’ এলাকায় পাক সদস্যদের ঘিরে ফেলে। থেকে থেমে চলতে থাকে যুদ্ধ। ৯ ডিসেম্বর দিন-রাত তুমুল যুদ্ধের পর পাকসেনাদের বাংকারে খাদ্যের রসদ ফুরিয়ে গেলে ১০ ডিসেম্বর তারা সাদা পতাকা তুলে সন্ধির প্রস্তাব দেয়। অবশেষে সন্ধ্যার দিকে পাকবাহিনীর মেজর ঘটক মুক্তিযোদ্ধা খলিল খানের নিকট তার ক্যাপ, বেল্ট ও পিস্তল দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেন। এ সময় ৩৯ জন পাকসেনা ও ১৫ জন রাজাকার আত্মসমর্পন করেন। মুক্ত হয় মাদারীপুর জেলা।

মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান হাওলাদার জানান, এক সাগর রক্ত আর লক্ষাধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হলেও দেশের মাটিতে এখনো এদেশীয় দোসররা ফাঁক-ফোকর দিয়ে ঘুড়ে বেড়াচ্ছে। তাই বিজয়ের এ মাসেই সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি জানান তিনি।

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা