ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ তাহসানের জন্মদিন


গো নিউজ২৪ | বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৫:৪৯ পিএম আপডেট: অক্টোবর ১৮, ২০১৭, ১১:৫৪ এএম
আজ তাহসানের জন্মদিন

দেশের  জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তাহসান রহমান খান। তরুণদের পছন্দের শীর্ষে থাকা এই শিল্পীর আজ শিল্পীর জন্মদিন।তাহসান ১৯৭৯ সালের এই দিনে তিনি মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন এ জি চার্চ স্কুল ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে।  

এরপর ১৯৯৮ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার্স (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। 

তাহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সংগীতশিল্পী হিসেবে ক্যাম্পাসে দারুণ জনপ্রিয় হয়ে উঠেন। আর এই গানের সূত্র ধরেই মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেম ও বিয়ে সন্তান সবকিছুতে পরিপূর্ণ ছিল তাদের সংসার। 

 

 চলতি বছর আলোচিত এই রোমান্টিক জুটির বিবাহবিচ্ছেদ শোবিজ অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে 

 

প্রতিটি ক্ষেত্রেই  তাহসান ছিলেন সফল। তারই অংশ হিসাবে তিনি ২০০৮ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ডিগ্রি শেষে ২০১০ সালে দেশে ফিরে আসেন।

তাহসানের কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে, মালটিন্যাশনাল কোম্পানি  ইউনিলিভারে যোগদান করেন। পরবর্তীতে কয়েকটি  বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দেখা যায় তাকে। এছাড়া ২০১০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন।

তাহসান গান শিখেছেন ছায়ানটে। ১৯৯৮ সালে যোগ দেন ব্যান্ডদল ব্ল্যাকে। পরবর্তীতে দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।

তাহসানের একক অ্যালবামের মধ্যে রয়েছে কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, নেই, প্রত্যাবর্তন, উদ্দেশ্য নেই ও অভিমান আমার। এছাড়া একাধিক দ্বৈত, মিশ্র অ্যালবাম ও সিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাহসান।

গানের পাশাপাশি টিভি অভিনেতা হিসেবে জনপ্রিয় মুখ তাহসান। চলতি বছরে নাটক, গানের অ্যালবাম ও বিবাহ বিচ্ছেদের কারণে আলোচিত হন তাহসান। 

গো নিউজ ২৪/ এ আই 
 

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী