ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আজ কি সমাধান হবে কুমিল্লা-রংপুর ম্যাচের?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:৪৬ এএম
আজ কি সমাধান হবে কুমিল্লা-রংপুর ম্যাচের?

অনেক নাটকের পর কুমিল্লা-রংপুর কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে গতকাল সিদ্ধান্তে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল রোববার বৃষ্টির কারণে যেখানে ম্যাচ শেষ হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঠিক সেখান থেকেই আবার শুরু হবে খেলা।

এদিকে আজও মিরপুরের আকাশে মেঘের খেলা দেখা যাচ্ছে। তবে কি আজ সমাধান হবে তো হাইভোল্টেজ এ ম্যাচের? হলেও কেমন সমাধান হবে, উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।

ফাইনালে ওঠার লড়াই দেখতে দর্শকরা যে টিকিটে রোববার মাঠে এসেছিলেন, সোমবারের জন্য তাদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে না। আগের টিকিট দেখিয়েই তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

নাটকের আগে গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি ৭ ওভার গড়ানোর পর মিরপুরে বৃষ্টি শুরু হয়। এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল মাশরাফী বিন মোর্তুজার রংপুর রাইডার্স। রাত সোয়া ৯টায় বৃষ্টি থামলে মাঠ শুকানোর কাজে নামেন মাঠকর্মীরা। কিন্তু মাঠ খেলার উপযোগী করতে ম্যাচের কাট-অফ টাইম সাড়ে ৯টা পেরিয়ে যাওয়ার উপক্রম হয়। এদিকে ন্যূনতম ৫ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় ছিল রাত সাড়ে ৯টা।

বল তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোর্টে। কেননা ম্যাচটি পণ্ড হলে লিগপর্বে শীর্ষে থাকার সুবাদে তারাই উঠে যেত ফাইনালে। কিন্তু শেষ পর্যন্ত একরকম বাই-লজের নিয়ম ভাঙল আয়োজকরাই। ‘বিপিএলের স্বার্থে’ যেভাবেই হোক খেলা চালানোর জন্য দরকষাকষি চলে অনেকক্ষণ।

দুই অধিনায়ক, স্টাফ, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি কর্মকর্তারা মাঠে দীর্ঘ সময় আলোচনা-পর্যালোচনা চালিয়ে যান। সমাধানে আসতে আসতে ঘড়ির কাটা ১০টা পেরিয়ে যায়।

তখন বিপিএল গভর্নিং কাউন্সিল শুরুতে সিদ্ধান্ত নেয় খেলা শুরুর কাট-অফ টাইম সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টা বাড়িয়ে দেয়ার। তাতেও অবশ্য রাতে আর ম্যাচ গড়াল না। বৃষ্টি থামার ১ ঘণ্টা ১০ মিনিট পর রাত ১০টা ১০ মিনিটে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা আসে সোমবার গড়াবে ম্যাচের বাকি অংশ।

‘বিপিএলের স্বার্থে’ ম্যাচ পরেরদিনে গড়ানোর সিদ্ধান্তে রাজি হওয়ায় কুমিল্লার অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে রংপুরের অধিনায়ক মাশরাফী বলেছেন, ‘তামিমকে অনেক ধন্যবাদ সিদ্ধান্তে রাজি হওয়ায় জন্য। বিপিএলের স্বার্থেই আমরা কালকে খেলবো।’

পাল্টা ধন্যবাদ ছিল তামিমেরও। সঙ্গে বলেছেন, ‘বিপিএলের স্বার্থেই আমরা কালকে ম্যাচ খেলবো। আমরা আরও ভাল প্রস্তুতি নিতে পারব এখন!’

এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করে মাশরাফীর দল। ৫৫ রান তোলার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খেলা থেমে যায়। এলিমিনেটরে খুলনার বিপক্ষে ঝড় তুলে সেঞ্চুরি করা ক্রিস গেইল এদিন শুরুতেই ফিরে যান। ১০ বলে ৩ রানে মেহেদীর স্পিনে তুলে মারতে যেয়ে মালিকের হাতে ক্যাচ দেন।

তবে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান জোনাথন চার্লস ঝড় তুলে সেটা পুষিয়ে দেয়ার চেষ্টা করেন। বৃষ্টি পর্যন্ত ৪টি করে চার-ছয়ে ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গী ব্রেন্ডন ম্যাককালাম ৪ রানে ব্যাট করছিলেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ