ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ কঠিন জেরার মুখে পড়বেন তামিম!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ১০:০৭ এএম
আজ কঠিন জেরার মুখে পড়বেন তামিম!

বিপিএল চলাকালীন সময়ে গণমাধ্যমের সামনে মিরপুরের উইকেটকে কে ‘জঘন্য’ বলেছিলেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। আর এ কারণে তামিমকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। শুধু নোটিশই দেয়া হয়নি। তাকে তলবও করা হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানিতে ডাকা জাতীয় দলের ড্যাশিং ওপেনারকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম ইস্যুতে বোর্ড একটু হার্ড লাইনে। বোর্ড কর্তাদের ভাষ্য, মাশরাফীও তো উইকেট নিয়ে কথা বলেছেন। তবে তামিমের মতো ‘জঘন্য’ শব্দ ব্যবহার করে উইকেটের সমালোচনা করেনি। একই সঙ্গে উইকেটের আচরণ ও প্রকৃতি নিয়ে টেকনিক্যাল ব্যাখ্যা দিয়েছেন। তাই তামিমের ওপর বোর্ড ক্ষুব্ধ।

জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার বিপিএলের মতো আসরে উইকেটের আচরণ নিয়ে কি তবে প্রশ্ন তুলতে পারেন না? সেটা কি খুব দোষের? 

এমন প্রশ্ন করা হলে বোর্ড কর্তাদের কাছ থেকে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তার সারমর্ম হলো- ‘তামিম জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার। একই সঙ্গে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারও। যাকে বিসিবি মাসিক বেতনও দেয়। সেই চুক্তিভুক্ত ক্রিকেটার যখন ঢালাওভাবে উইকেট এবং কিউরেটরের সমালোচনায় ফেটে পড়েন, তখন সেটা বিসিবির বিপক্ষে চলে যায়। যা বোর্ডের জন্য অতি বিব্রতকর। এ জন্যই বোর্ডের চোখে তামিমের কথা-বার্তা বিসিবির শৃঙ্খলাবিরোধী আচরণের সামিল। তাই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং সশরীরে শুনানিতেও ডাকা হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওই শুনানি অনুষ্ঠিত হবে। জানা গেছে, সেখানে তামিমকে হয়ত কঠিন জেরার মুখে পড়তে হবে। তবে যেহেতু সামনে তিন জাতি ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, তামিমকে কোনো রকম সাসপেন্সনের খাঁড়ায় না পড়লেও তাকে কঠোরভাবে সতর্ক করে দেয়ার চিন্তা-ভাবনা নাকি চলছে। এমনকি নিকট ভবিষ্যতে কোনো বিদেশি আসরে খেলার অনুমতি না দেয়ার সম্ভাবনাও নাকি আছে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ