ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগাম হাইব্রিড আমনের বাম্পার ফলন, কাটা শুরু


গো নিউজ২৪ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৭:৫২ পিএম
আগাম হাইব্রিড আমনের বাম্পার ফলন, কাটা শুরু

দিনাজপুর: অল্প সময়ে অধিক ফলনের ইস্পাহানী-২ আগাম হাইব্রিড আমন ধান কাটা শুরু হয়েছে। এ ধানে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।  অন্যদিকে অসময়ে বাজারে ধান ও চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চাল ও ধানের বাজার মূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে কৃষি বিভাগ জানায়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পূর্ব জগদল গ্রামে পৌরসভা ব্লকের উদ্যোক্তা কৃষক মো. মমিনুল ইসলামের জমিতে ইস্পাহানী-২ হাইব্রিড জাতের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ধানকাটা উদ্বোধন করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বীরগঞ্জের পুর্ব জগদল গ্রামের কৃষক মো. মমিনুল ইসলামের দুই একর জমিতে ইস্পাহানী-২ হাইব্রীড জাতের ধান আবাদ করা হয়। জমিতে বাম্পার ফলন হয়েছে। এই এলাকায় হাইব্রিড রোপা আমনের যেসব জাত চাষ করা হচ্ছে তার জীবনকাল ১১০-১২০ দিন অর্থাৎ বীজবপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ১২০দিন। জুন মাসের ১ম সপ্তাহে বীজবপন করে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ ধান ঘরে তোলা যায়। এ হাইব্রিড জাতগুলো চাষ করে কৃষকরা হেক্টরে ৩.৪-৩.৯ টন (চাউলে) পর্যন্ত ফলন পাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান জানান, এ ধরনের আগাম ধান কর্তনের ফলে বাজারে বর্তমানে চালের মূল্য বৃদ্ধির যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা দ্রুতই কমে আসবে। এ ধানে এক দিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে অসময়ে বাজারে ধান ও চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চাল ও ধানের বাজার মূল্য নিয়ন্ত্রণ সম্ভব। তাছাড়া কর্তনকৃত এসব জমিতে আগাম রবি ফসল চাষ করার ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আগাম চাষ ও কর্তনের ফলে প্রাকৃতিক দূর্যোগ ও রোগ পোকামাকড় থেকে ফসল রক্ষাসহ এক জমিতে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।

ধানকাটা উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জুলফিকার হায়দার, উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুন চন্দ্র রায়সহ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা