ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসির নতুন নিয়ম কতটা জানেন বাংলাদেশের ক্রিকেটাররা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১১:৩৫ এএম
আইসিসির নতুন নিয়ম কতটা জানেন বাংলাদেশের ক্রিকেটাররা

দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন এ সফরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ দিয়ে চালু হচ্ছে ক্রিকেটের কিছু নতুন নিয়ম। নিয়মগুলো কতটা জানেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা? মুশফিকুর রহিম বললেন, নতুন নিয়ম নিয়ে তাঁরা যথেষ্ট সচেতন।

নতুন নিয়মে ব্যাটের মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার প্রশস্ত ব্যাট ব্যবহার করা যাবে। ব্যাটের সর্বোচ্চ পুরুত্ব হবে ৬৭ মিমি এবং পাশে সেটা ৪০ মিমির বেশি হবে না। এই নিয়মটা নিয়ে একটু চিন্তিত মনে হলো মুশফিককে, ‘যে কটা ব্যাট দিয়ে খেলেছি ওগুলো ঠিক হবে কি না, কে জানে? এটাও একটা চ্যালেঞ্জের বিষয়।’ 

‘কোড অব কন্ডাক্টে’ও পরিবর্তন এনেছে আইসিসি। গুরুতর অসদাচরণের দায়ে আম্পায়ার ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে পারবেন। আচরণের মাত্রা ছাড়ালেই ফুটবলের মতোই মাঠ ছেড়ে চলে যেতে হবে ক্রিকেটারদের। এই নিয়ম নিয়ে মুশফিকের কথা, ‘আম্পায়ারদের এখন ক্ষমতা আছে মাঠ থেকে বের করে দেওয়ার। দেখা যাক কী হয়। আমরা কতটুকু ভালো অবস্থায় থাকতে পারি। যেহেতু নতুন নিয়ম একটু এদিক-ওদিক হতে পারে। চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার।’ 

আইসিসির নতুন আচরণবিধি কি কমাতে পারবে মাঠে কথার লড়াই? মুশফিক তা মনে করেন না, ‘খুব যে কমবে তা নয়। অনেক সময় ক্যামেরাতে ধরা পড়ে গেলে মাঠের বাইরে বের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ তো আর চাইবে না মাঠের বাইরে যেতে। আমার মনে হয়, নিয়মের ভেতর থেকে স্লেজিংটা হবে।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ