ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

আইসিসিতে পরাজয়ের প্রতিশোধ নেব ভারত!


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৫:৫৩ পিএম আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১১:৫৯ এএম
আইসিসিতে পরাজয়ের প্রতিশোধ নেব ভারত!

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র সভায় হেরে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসি-র পরিচালনার ব্যাপারে বিসিসিআইয়ের প্রস্তাবিত কাঠামোর বদলে নয়া গঠনতন্ত্রের প্রস্তাব ভোটাভুটি পাস হয়ে গেল। আর্থিক লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে আর্থিক মডেলের পুর্নবিন্যাসের ক্ষেত্রে আইসিসি-তে একঘরে হয়ে পড়ল বিসিসিআই। আর্থিক মডেলের পুনর্বিন্যাসের প্রশ্নে বোর্ড ২-৮ এবং গঠনতন্ত্র-সংক্রান্ত ভোটাভুটিতে ১-৯ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে।

আইসিসি-তে পাস হওয়া গঠনসংক্রান্ত প্রস্তাবে খারিজ হয়ে গেল তিন মডেলের তত্ত্ব। এতে ভারতকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছিল। আর্থিক মডেলের যে প্রস্তাব অনুমোদিত হয়েছে তাতে ২০১৫ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে আইসিসি-র আয়ে ভারতের ভাগের পরিমাণ হবে অনেক কম। ভারতীয় বোর্ডের দাবি ছিল, আইসিসি-র মোট আয়ের ২১ শতাংশ। কিন্তু নতুন যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তাতে ভারতীয় বোর্ড দাবি মতো ৫৭০ মিলিয়ন ডলারের পরিবর্তে পাবে মাত্র ২৯০ মিলিয়ন ডলার।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ভারতীয় বোর্ডের কর্তারা। বোর্ডের রাজ্য সংস্থাগুলির কর্তাব্যক্তিরা বিশেষ বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা পেরিয়ে গিয়েছে। ভারত এখনো দল ঘোষণা করেনি। আইসিসি-তে ভোটে হেরে যাওয়ার ঘটনা অত্যন্ত হতাশ সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসকদের কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। তিনি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে তিনি বোর্ড সদস্যদের বিশেষ সাধারণ সভার বৈঠক ডাকার অনুমতি দেবেন।

গতকালের আইসিসি-র সভার আগে পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার সম্ভাবনা ছিল জল্পনামাত্র। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে বদলে গেছে পরিস্থিতি। এক পদস্থ ক্রিকেট প্রশাসক জানিয়েছেন, আইসিসি স্পষ্টতই ভারতের বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি আরো বলেছেন, প্রতিবাদ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করুক ভারত। এরপর দেখা যাক আইসিসি-র কতগুলি দেশ নতুন প্রস্তাব নিয়ে অনড় থাকতে পারে। তিনি আইসিসি-কে এভাবে সবক শেখানোর পক্ষ সওয়াল করেছেন।

যদিও বোর্ডের পুরানো প্রশাসকদের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত হবে না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিসিসিআই সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ ও সিদ্ধান্তের ভার প্রশাসক কমিটির হাতেই ন্যস্ত। এক ক্রিকেট প্রশাসক বলেছেন, বল এখন বিনোদ রাইয়ের কোর্টে।

কিন্তু বোর্ডের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ বয়কট করা কঠিন হবে। কেননা, আইসিসি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিমধ্যেই চুক্তি করেছে বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চুক্তির অন্তর্গত। এখন না খেললে বড় ধরনের জরিমানার মুখে পড়তে হতে পারে।

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ