ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলে সাকিবদের নতুন জার্সি


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০২:২৯ পিএম আপডেট: মার্চ ২৬, ২০১৭, ১১:১১ এএম
আইপিএলে সাকিবদের নতুন জার্সি

দশম আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির। আর প্রথম দিনই নজর কেড়ে নিল নাইটদের নতুন প্র্যাক্টিস জার্সি। গাঢ় লাল রংয়ের সঙ্গে কালোর সংমিশ্রণে ঝলমলে জার্সি পরে শনিবার অনুশীলন করলেন ক্রিকেটারেরা।

কেন হঠাৎ প্র্যাক্টিস জার্সির রং পাল্টে ফেলা হল? কেকেআরের অপারেশন্‌স ম্যানেজার অভিষেক সিংহ বললেন, ‘‘এটা হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান-জুহি চাওলার ইচ্ছেয়। আসলে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমাদের দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের জার্সির রং এরকমই লাল-কালো। শাহরুখরা চেয়েছিলেন যে, দু’টি দলের জার্সির রংয়ে সাদৃশ্য থাকুক। তাই নতুন প্র্যাক্টিস জার্সি ত্রিনিবাগো নাইট রাইডার্সের মতো করা হয়েছে।’’ তবে ম্যাচ জার্সির পরিবর্তন হয়তো এখন করা হচ্ছে না। বেগুনি রংয়ের জার্সি পরেই সম্ভবত নামবেন গৌতম গম্ভীররা।

শিবির শুরু হল মাত্র ৬-৭জন ক্রিকেটার নিয়ে। প্রথম একাদশের নিয়মিতদের মধ্যে শুধু সূর্যকুমার যাদব ছিলেন। বাংলার একমাত্র ক্রিকেটার সায়ন ঘোষও যোগ দিয়েছেন। প্রথম দিন শুধু ফিল্ডিং প্র্যাক্টিস হল। সেই সঙ্গে নাইট শিবিরেও চলল কুলদীপ যাদবের বোলিং নিয়ে আলোচনা। ইডেন ছেড়ে বেরনোর সময় সূর্যকুমার বলছিলেন, ‘‘কুলদীপের বোলিং দেখে এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম যে, সারাদিন অজস্র টুইট করেছি।’’

কলকাতা নাইট রাইডার্স দলের: গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ড্যারেন ব্রাভো, পিযুষ চাওলা, নাথান কোল্টার-নাইল, ঋষি ধাওয়ান, সায়ান ঘোষ, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাজ্ঞি, কুলদিপ যাদব, ক্রিস লিন, সুনিল নারাইন, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রোভামান পাওয়েল, অঙ্কিত রাজপূত, সঞ্জয় যাদব, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা, ক্রিস ওকস, সূর্যকুমার যাদব, উমেশ যাদব। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ