ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে ফিরছেন কেভিন পিটারসেন!


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৮:১৯ পিএম
আইপিএলে ফিরছেন কেভিন পিটারসেন!

ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয় কেভিন পিটারসেন। ব্যাট হাতে তাঁর মারকুটে ভঙ্গী বিপক্ষ বোলারদের কাছে যেমন ত্রাস, তেমনই গ্যালারীতে বসে থাকা ক্রিকেটপ্রেমীদের কাছে ‘পয়সা উশুল’ বিনোদন। তিনিই ফের ফিরছেন আইপিএলে।

তবে ব্যাট হাতে নয়, বুম হাতে। ক্রিকেটার হিসেবে নয়, তারকা ইংরেজ ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন এই কথা। অবশ্য পুরো মৌসুম জুড়ে নয়, পিটারসেন ধারাভাষ্য করবেন প্রথম, চতুর্থ এবং শেষ সপ্তাহে।

চলতি নিলামের আগেই পিটারসেনকে রিলিজ করে দিয়েছিল পুণে সুপারজায়ান্ট। তার পর ফেব্রুয়ারি মাসেই আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রিটিশ তারকা। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, এপ্রিল-মে মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। যদিও তাঁকে সম্প্রতি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে পাকিস্তান প্রিমিয়ার লিগে অংশ নিতে দেখা গিয়েছিল।

তবে ভারতের মাটিতে আইপিএল চলবে, অথচ তিনি ক্রিকেট থেকে দূরে থাকবেন, এমনটা হয় নাকি! তাই ধারাভাষ্যকার হিসেবেই ভারতে হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য এ বারেই প্রথম নয়, এর আগেও কমেন্ট্রি বক্সে পিটারসেনকে দেখা গিয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সিরিজের সময়।

ব্যাট হাতে বাইশ গজ মাতানোর পর কমেন্ট্রি বক্সে কেমন পারফর্ম করেন পিটারসেন, সে দিকেই আপাতত নজর রয়েছে গোটা ক্রিকেট বিশ্বের।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ