ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে নতুন নিয়মে বড় চমক, খেলা যাবে দুই দলে!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৬:৪৫ পিএম
আইপিএলে নতুন নিয়মে বড় চমক, খেলা যাবে দুই দলে!

ফের ইতিহাস তৈরির পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইউরোপীয় ফুটবলের ধাঁচে ফেলে আইপিএলের আমূল সংস্কার হতে চলেছে সামনের মৌসুম থেকে। সর্বভারতীয় এক ক্রীড়া দৈনিকের দাবি এমনটাই।

কী হতে চলেছে আইপিএলে? জানা গিয়েছে, টুর্নামেন্টের মাঝেই দলবদল করার নিয়ম চালু হতে পারে। ইউরোপীয় ফুটবলে টুর্নামেন্ট চলাকালীন নির্দিষ্ট উইন্ডো মেনে ফুটবলার ট্রান্সফার হয়ে থাকে। সেই অভিনব বৈশিষ্ট্যই এবার আমদানি হতে চলেছে আইপিএল-এ।


তবে এই নিয়মই চালু হতে চলেছে অন্য মোড়কে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, যদি একজন ক্রিকেটার মৌসুমের প্রথম সাতটি ম্যাচে অংশ নিতে না পারেন, তাহলে তিনি দলবদলে অন্য কোনও ফ্র্য়াঞ্চাইজিতে যোগ দিতে পারবেন। তবে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিতে ইচ্ছুক হলে তবেই এই নিয়ম কার্যকর হবে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবারেই বোর্ডের আধিকারিকরা, আইপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্যরা, প্রশাসক মণ্ডলী এবং আটটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি মুম্বইতে হাজির হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। এবং অনেকেই নতুন এই প্রস্তাবে সহমত হয়েছেন।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘আইপিএলে প্রায়ই দেখা যায় কোনও এক ক্রিকেটারকে নিলামে খরচ করে কেনার পর প্রথম একাদশে স্ট্র্যাটেজি-গত কারণে জায়গা দেওয়া সম্ভব হয় না। সারা মরশুম রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয় তাঁকে। অথচ অন্য দল আবার সেই ক্রিকেটারকে নিতে ইচ্ছুক থাকে। এমন পরিস্থিতি বিবেচনা করেই নতুন এই নিয়মের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে হয়েছে।’

তবে ইউরোপিয়ান ফুটবলের মতো ট্রান্সফার উইন্ডো রাখা হবে না কি টুর্নামেন্টের মাঝেই ছোটখাটো নিলাম পর্ব করা হবে, তা নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি।-এবেলা

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ