ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ.লীগের সেই দাবি এখন বিএনপির


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৪:৩৬ পিএম আপডেট: নভেম্বর ২৩, ২০১৭, ১০:৪১ এএম
আ.লীগের সেই দাবি এখন বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির জন্ম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিএনপি অগণতান্ত্রিক বিতর্কিত নির্বাচনে কখনো অংশগ্রহণ করেনি। ভবিষ্যতেও বহুদলীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করা পর্যন্ত ভোটের পথে হাঁটবে না। ৯৬’র ১৫ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন তোলেন।

কিন্তু সেই নির্বাচন ছিল জনগণের দাবি পূরণের জন্য। সংসদে জনগণের দাবি উপস্থাপন করা হয়েছিল। সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হওয়ার পর বিএনপি পদত্যাগ করেছিল। তখন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের দাবি পূরণে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করা হয়েছিল। সেই দাবি আমরা পুনরায় করছি। দাবি পূরণ করে নির্বাচনের ব্যবস্থা করলে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন গায়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের শত অধিকারের মধ্যে ভোটাাধিকার অন্যতম। কিন্তু জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, সেটি নিয়ে সংশয় ও আতংক বিরাজ করছে। জনগণ বলছে, ‘সুষ্ঠু ভোটের ব্যবস্থা কর, বাকী কাজ আমরা করবো’।  

জনগণ ভোট দিতে না গেলে সে ব্যর্থতা সরকারের উপর বর্তায়। ৫ জানুয়ারি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ আবারও প্রত্যাখ্যান করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুন্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

মতবিনিময়কালে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমি সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। সংবিধান অনুযায়ী দেশের সব জনগণ সমান। সব জনগোষ্ঠীর ভালভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার দায়িত্ব পালনে ব্যর্থ।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে আইনমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন, সেটি শপথ ভঙ্গের শামিল। বিচার বিভাগকে যদি ডিসি, এসপিদের মত সরকারকে সন্তুষ্ট করতে হয়, তাহলে জনগণের ন্যায় বিচার পাওয়ার জায়গা থাকে না।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন