ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতারা পালায়, বিএনপি না


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৭:৩১ পিএম
আ.লীগ নেতারা পালায়, বিএনপি না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়া বিদেশে গেছেন চিকিৎসার জন্য। অথচ তিনি বলেন পালিয়ে গেছেন। আ.লীগ নেতারা পালায়, বিএনপির না।’

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে মহানগর বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বরিশালে বিএনপির সদস্য সংগ্রহের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা কেউ পাকিস্তান কেউ ভারতে পালিয়েছেন। অথচ আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে থেকেই যুদ্ধ করেছেন। এক এগারোর সময় আওয়ামী লীগের নেতারা আমেরিকায় পালিয়ে গিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেবেন এই মর্মে দেশে ফিরে ক্ষমতার স্বাদ ভোগ করছেন।’

ফখরুল বলেন, ‘নিরপেক্ষ ছাড়া সরকার ও সকল দলের অংশগ্রহণ ব্যতীত আওয়ামী লীগ সকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। সরকার চাচ্ছে সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি ভোটার বিহীন নির্বাচন করতে। এবারে সেই সুযোগ আর দেয়া হবে না।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কথা না শুনলে আওয়ামী লীগ এখন ইউএনওকে পর্যন্ত জেলে পুরে দেয়। এদের লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার প্রথম সংসদে সব দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছিলেন। বিএনপি হল উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা দিয়েছে। আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি নেতা কর্মীদের মামলা দিয়ে আদালতের বারান্দায় রেখে নির্বাচনের প্রচারণা থেকে বাইরে রাখতে। এবার আর সরকারকে সেই সুযোগ দেয়া হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় এবারের জাতীয় নির্বাচনে আপনাদের ভোট এবং কেন্দ্র পাহাড়া দিতে হবে।’ 

বিএনপিতে নতুন যারা সদস্য হবেন এবং নবায়ন করবেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দলে কোনো বিভেদ নয়, ভিন্ন কিছু নয়, আমরা জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেতা মনে রাখতে হবে।’

সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেগম সেলিমা রহমান এবং সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ।

এ সময় বক্তারা উল্লেখ করেন এই সরকারের ৮ বছরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ৮লাখ মামলা, ৮৮ হাজার নেতা কর্মীর জেল এবং ৫শ জন খুন ও গুম হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৮৬টি মামলা এবং ৫ বার জেল খেটেছেন তিনি।

মহাসচিবের দুদিনের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নিবেন। বুধবার হবে জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে একই কর্মসূচি।

গো নিউজ২৪/এমবি
 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন