ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত হলেন এক নারী


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৬, ০১:৩৬ পিএম আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ০৭:৩৬ এএম
আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত হলেন এক নারী

খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে তিনি অক্ষত থাকলেও এক নারী পথচারী নিহত হয়েছেন। জেড এ মাহমুদ ডন সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
 
শনিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত মহিলার নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তিনি শিল্পব্যাংক খুলনা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেলন খুলনা মহানগরীর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা মাহমুদ সাতরাস্তা মোড়ের সামনে দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে তাদের ছোড়া গুলি তার শরীরের কোথাও লাগেনি। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী শিপ্রা কুণ্ডুর বুকে লাগে। তাকে সাথে সাথে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

 এ ব্যাপারে জেড এ মাহমুদ ডন বলেন, ‘আমি সামসুর রহমান মানিক ওয়েল ফেয়ার সেন্টারের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি আমার গায়ে না লেগে পথচারী এক নারীর গায়ে লাগে।’

তিনি জানান, ‘এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্রব্যবসায়ীরা এ কাজ করেছে। মুখোশ পরা থাকায় কাউকে ঞ্চেনা যায়নি।’

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা