ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যাপলের মুনাফায় ধস


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৬, ০৩:৫৮ পিএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
অ্যাপলের মুনাফায় ধস

ঘণ্টাকয়েক আগেই চলতি অর্থবছরের বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আর তাতে কুপারতিনোভিত্তিক প্রতিষ্ঠানটির ব্যবসায়ের ‘বেহাল’ চিত্রই ফুটে উঠেছে।
 
অনিরীক্ষিত ওই প্রতিবেদনে বলছে, দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে অ্যাপলের সব ধরনের ডিভাইসের বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে। এ কারণে প্রযুক্তি জায়ান্টের মুনাফায় ব্যাপক পতন হয়েছে।
 
প্রতিবেদন অনুযায়ী, বিশেষভাবে বিক্রি কমেছে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাকের। সেটা গত বছর, এমনকি এ বছরের প্রথম প্রান্তিকের তুলনায়ও।
 
ওই প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সাইটগুলো বলছে, দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের মুনাফা হয়েছিল ৫০ দশমিক ৬ বিলিয়ন ডলার (৫ হাজার ৬০ কোটি)। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ বিলিয়ন (৭৫০ কোটি) ও প্রথম প্রান্তিকের চেয়ে ২৫ বিলিয়ন (২ হাজার ৫শ কোটি) ডলার কম।

অবশ্য এতে মন খারাপ হচ্ছে না অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার টিম কুকের। তিনি বরং এক বার্তায় সন্তোষ প্রকাশ করে বলেন, মাইক্রোইকোনমিকের (সামষ্টিক অর্থনীতি) শক্ত প্রবাহের মধ্যেও আমরা ভালো করছি। সার্ভিসের ক্ষেত্রে অব্যাহত শক্তিশালী প্রবৃদ্ধিতে আমরা খুশি।

বিশ্লেষকরা ধারণা করছেন, মুনাফা কমার এ ধারাবাহিকতা চলতে থাকলে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তা ৪১-৪৩ বিলিয়ন ডলারে ঠেকতে পারে।

গত মার্চে অ্যাপল তার জনপ্রিয় ৫এস’র নতুন ভার্সন ৫এসই বাজারে ছাড়ে। ৪ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটি বাজারে ছেড়েও মুনাফা ধরে রাখতে পারেনি। এখন এই মুনাফা ধসের খবরের মধ্যে আইফোনের পরবর্তী ভার্সন প্রযুক্তিপ্রেমীদের কতটুকু টানতে পারবে তা-ই দেখার অপেক্ষা।

 

গো নিউজ২৪/জা ই
   
 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক