ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ডুব’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০১:১৬ পিএম আপডেট: অক্টোবর ২১, ২০১৭, ০৭:২৮ এএম
অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ডুব’

অস্ট্রেলিয়াবাসী বাংলাদেশীদের জন্য রয়েছে একটা বড় সুখবর।  জনপ্রিয় চিত্রপরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী’র বহুল আলোচিত বাংলা সিনেমা ‘ডুব’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।  পথ প্রোডাকশন্স, দেশী ইভেন্টস এবং বাজ প্রোডাকন্সের ব্যানারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর দর্শক অস্ট্রেরিয়াতেই উপভোগ করতে পারবেন ছবিটি।  এই সংগঠনগুলো গেল বছর সুপারহিট ছবি ‘আয়নাবাজি’ অত্যন্ত সাফল্যের সাথে সিডনী, ক্যানবেরাসহ অস্ট্রেলিয়ার ছয়টি শহরে প্রদর্শন করে।  এরই ধারাবাহিকতায় এ বছর ‘ডুব’ অস্ট্রেলিয়া ব্যাপী মুক্তির আয়োজন করছেন তারা।

বাংলা নাটক ও সিনেমায় কয়েক দশক ধরে বলিষ্ঠ পদচারনা মোস্তফা সারওয়ার ফারুকীর।  এসব কিছুকে ছাড়িয়ে এ বছর এক অতুলনীয় সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন এই নির্মাতা। আগামী (২৭ অক্টোবর) ফারুকীর বহুল আলোচিত ‘ডুব’ মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

বাংলাদেশে ছবিটির মুক্তির সাথে তাল মিলিয়ে আগামী (২৯ অক্টোবর) অস্ট্রেলিয়া’র রাজধানী শহর ক্যানবেরায় ছবিটি মুক্তি দেওয়ার সকল প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।  এছাড়া ছবিটি সিডনীতে প্রদর্শিত হবে আগামী ১১, ১২, ১৮ ও ১৯ নভেম্বর । সিডনী’র প্রথম দুটি শো এর টিকেট ছাড়ার ৫ দিনেই বিক্রি হয়ে যাওয়ায় আয়োজকরা ১৮ ও ১৯ নভেম্বর সিডনীতে তৃতীয় ও চতুর্থ শো ঘোষণা করেছেন।  এই দুই শহর ছাড়াও মেলবোর্ন, এডেলেইড, ব্রিসবেন, পার্থ এবং ডারউইনে নভেম্বর মাসের বিভিন্ন দিনে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা যায়। 

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।  ছবির বড় আকর্ষণ বলিউড ও হলিউড খ্যাত অভিনেতা ইরফান খান।  তিনি রয়েছেন ছবির মুল চরিত্রে।  এছাড়াও অভিনয় করেছেন ছবিটির নির্মাতা ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্ণ মিত্রসহ অনেকে।

ছবিটির গল্প নিয়ে শুরু থেকেই ফারুকীকে পোহাতে হয়েছে নানা বিতর্ক।  কারণ প্রখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দাবি ছবিটির গল্প তার প্রয়াত স্বামীর জীবনের কিছু অংশকে ঘিরে।  তাইতো দর্শকদেরও ‘ডুব’ নিয়ে কৌতূহলের শেষ নেই। ছবিটির গল্প ঘনীভুত হয় প্রধান চরিত্রের মৃত্যু, পারিবারিক সূক্ষ ভালোবাসা ও অনুভূতিগুলোকে কেন্দ্র করে।  এইসব বিতর্ক ছাড়াও গুঞ্জন ছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলোতে।  কিছুদিন আগে বিখ্যাত মস্কো চলচ্চিত্র উৎসবে ‘কমরসান্ত’ জুরি পুরস্কার পেয়েছে ‘ডুব’।  এসব কিছুকে কেন্দ্র করে ‘ডুব’ নিয়ে সকলের উৎসাহের যেন শেষ নেই।

গো নিউজ২৪/এসপি

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী