ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া না আসলে যেসব ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ১২:২৫ পিএম
অস্ট্রেলিয়া না আসলে যেসব ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ

আগস্টে অস্ট্রেলিয়া দল টেস্ট সিরিজ খেলতে না আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম এমন শঙ্কার কথা জানিয়েছে।

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা বলছে, ছয় বছর ধরে বাংলাদেশ সফর করে না অস্ট্রেলিয়া। এর মধ্যে নিরাপত্তার কারণে একটি সফর স্থগিত করা হয়েছে। এবার ঢাকায় না গেলে ব্রডকাস্ট এবং স্পন্সরদের দিক থেকে অর্থনৈতিক ঝামেলায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা লভ্যাংশ নিয়ে বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন। বোর্ডের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দাবি করছেন তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আবার সেটা দিতে রাজি হচ্ছে না। স্মিথরা জানিয়ে দিয়েছেন, ২০ বছর ধরে যেভাবে তারা বোর্ড থেকে টাকা পাচ্ছেন, ঠিক সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটারদেরও পারিশ্রমিক দিতে হবে।

বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি কয়েক বছর ধরে তরতর করে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির পরেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি অর্থ পান। নতুন চুক্তিতে অজি ক্রিকেটাররা বছরে গড়ে ১.৩ মিলিয়ন ইউএস ডলার পাবেন। বর্তমান চুক্তিতে সেটা ১.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি ক্রিকেটাররা গড়ে সেখানে পান ৩৮ হাজার ৪১৪ ডলার।

গড় হিসাব বাদ দিয়ে অস্ট্রেলিয়ান শীর্ষ ক্রিকেটারদের আয় অনেক বেশি। স্মিথ এবং ওয়ার্নার বোর্ড থেকে পান ১.৮ মিলিয়ন ডলার করে। এই আয় তাদের অন্য আয় থেকে বাইরে। বিশ্বের টি-টুয়েন্টি লিগগুলো থেকে আরও কাড়িকাড়ি অর্থ পান তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ ক্রিকেটার অর্থাৎ ‘এ+’ ক্যাটাগরিতে যারা আছেন, তারা মাসে পান দুই লাখ টাকা করে। অর্থাৎ ৩১০০ ডলার, বছরে ৩৮ হাজার ৪১৪ ডলার। স্মিথরা সেখানে ১.৮ মিলিয়ন ডলার!

‘ডি’ ক্যাটাগরিতে যারা আছেন, তারা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ম্যাচ ফি থেকেও কম পান! বিসিবির ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পান ৬০ হাজার টাকা অর্থাৎ মাসে ৯৩১ ডলার। বছরে ১১ হাজার ১৭২ ডলার। অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার একটি টেস্ট খেলে এরচেয়ে ১৪ হাজার ডলার বেশি পান!

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ২৯ জনের দল থেকে মাত্র ১৪জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেতন দেয়।

একটি সিরিজকে ঘিরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়ার জন্য প্রস্তুত আছে। যদি সিরিজটি না হয়, তাহলে বিজ্ঞাপন ও অর্থ দু’টোই বাদ পড়বে। এছাড়া, যে প্রতিষ্ঠান ব্রডকাস্ট এবং স্পন্সরের দায়িত্বে ছিলো তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে। 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের জন্য ব্রডকাস্ট সত্ত্ব পেয়েছে ফক্স স্পোর্টস চ্যানেল। সূত্র বলছে, এই অবস্থা বলতে থাকলে তারা সরে দাঁড়াতে পারে!

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ