ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

অবিরাম বর্ষণে আমন ও সবজির ব্যাপক ক্ষতি


গো নিউজ২৪ | মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৩:০৭ পিএম আপডেট: অক্টোবর ২১, ২০১৭, ০৯:০৭ এএম
অবিরাম বর্ষণে আমন ও সবজির ব্যাপক ক্ষতি

ডুবে গেছে আমনক্ষেত

মেহেরপুর: দু’দিনের অবিরাম বর্ষণে মেহেরপুরে স্বাভাবিক জীবন যাত্রায় ছেদ পড়েছে। ভারি বর্ষণে নিচু এলাকার ফসলের ক্ষেত ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আমন ধান ও সবজি ক্ষেতের। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এ অঞ্চলে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণ। কখনো গুড়িগুড়ি আবার কখনো ভারি বর্ষণ চলছে। শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। শুক্রবার রাতভর আরো ভারি বর্ষণ হয়েছে। শনিবার ভোর থেকে ভারি বর্ষণ কমলেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে জনজীবনে ছন্দপতন হচ্ছে। দিনমজুর শ্রেণির মানুষেরা কাজে যেতে পারছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা চলতি মৌসূমে ২৫ হাজার ৬৩০ হেক্টর জমিতে আমন ধান ও প্রায় সাড়ে তিন হাজার জমিতে বিভিন্ন প্রকার সবজি রয়েছে। সবজি প্রধান মেহেরপুর জেলার বিভিন্ন মাঠে এখন মরিচ, শীতকালীন আগাম বাধাকপি, ফুলকপি, মুলা, সিম ও পালং শাকসহ বিভিন্ন সবজি রয়েছে। অতি বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেতের সবজি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে ভারি বর্ষণের ফলে জেলার বিভিন্ন মাঠঘাটের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমন ধান ক্ষেতের সাথে নুইয়ে পড়েছে। ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সবজি চাষীরা। 

সাহারবাটি গ্রামের কপি চাষী আব্দুস সাত্তার বলেন, আমার দুই বিঘা জমিতে বাধা কপি রয়েছে। ক্ষেতের কিছু কিছু জায়গায় পানি জমে আছে। রোদ উঠলে কিছু কপি গাছ মারা যাবে। বিঘায় ৬০ হাজার টাকা লাভ আশা করেছিলাম। এখন সে লাভ ১৫-২০ হাজার টাকায় নেমে আসবে।

একই গ্রামের চাষী সেন্টু মিয়া বলেন, চার বিঘা আমন ধান রয়েছে। কয়েক দিন আগে থেকে শিষ বের হওয়া শুরু হয়। বৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে প্রায় তিন বিঘা ধান পড়ে গেছে। এতে ধানের ফলন ব্যাপকভাবে কমে যেতে পারে। ধানের দানা কমে চিটার পরিমাণ বেশি হতে পারে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দু’দিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এ মৌসূমের মধ্যে উল্লেখযোগ্য। ঢাকার আবহাওয়া অফিসের হিসেবে রোববার থেকে বৃষ্টিপাত কমতে পারে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আমন ধানের ক্ষেতে যে ধানগাছ পড়ে গেছে তাতে ক্ষতি হতে পারে। ক্ষেতের পানি নিষ্কাসনের জন্য চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে। অপরদিকে উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা