ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবহেলায় মা-নবজাতকের মৃত্যু: নারী দালাল গ্রেপ্তার


গো নিউজ২৪ | উপজেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০২:৩৫ পিএম আপডেট: নভেম্বর ২৩, ২০১৭, ০৮:৩৫ এএম
অবহেলায় মা-নবজাতকের মৃত্যু: নারী দালাল গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে রোজিনা বেগম (২০) নামে অসুস্থ মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তারসহ ৬ জনের নামে মামলা হয়েছে।  ডাক্তার ও দুই নার্সের অবহেলায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  এ ঘটনায় হাওয়া বেগম (৪৫) নামে এক নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রোজিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  মৃত রোগী রোজিনা রায়পুর উপজেলার ২নং চরবংশি ইউনিয়নের খাসেরহাট এলাকার মেস্তরি বাড়ির মেয়ে।  তিনি ঢাকায় থাকা অবস্থায় ঠিকানাবিহীন এক ছেলে ইব্রাহিমের সাথে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হন।  পরবর্তীতে ইব্রাহিমের সাথে রোজিনার কোনো সম্পর্ক ছিল না।

অভিযুক্ত হাওয়া বেগম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার শাহজালাল শিকদারের স্ত্রী। বুধবার ভোরে ডাক্তার ও দুই নার্সের অবহেলায় হাসপাতালের মা ও শিশু কেবিনে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে নিহত রোজিনার বাবা সিরাজ মিয়া বাদী হয়ে হাসপাতালের নারী দালাল হাওয়া বেগমের নাম উল্লেখ করে ওই দিনের কর্তব্যরত ডাক্তার সামিমা নাসরিন, রেহানা ও নাসিমা নামের দুই নার্সকে আসামি করে মামলা করেছেন।

রোজিনার পরিবার ও এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে রোজিনা ঢাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।  তিনি ঢাকায় থাকা অবস্থায় ঠিকানাবিহীন এক ছেলে ইব্রাহিমের সাথে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হন।  ওই অবস্থায় ৮ মাস আগে রোজিনা তার নিজ গ্রামের বাড়িতে চলে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। 

এরপর স্থানীয় নারী দালাল হাওয়া বেগমের সহযোগিতায় গত রোববার রাতে অসুস্থ রোজিনাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন রেহানা বেগম ও নাসিমা নামের দুই নার্স রোজিনাকে দেখে ইনজেকশন পুশ করেন ও ট্যাবলেট খাওয়ান। রাতে আবার ওই রোগীর পেটে ব্যথা উঠলে নার্সদের বলা হয় ডাক্তার খবর দিতে ও সিজার করার অনুরোধ জানান।  কিন্তু তারা তা না করে নরমাল ডেলিভারি হবে বলে রোগী ও তার স্বজনদের সান্ত্বনা দিয়ে সময়ক্ষেপণ করেন। ডাক্তারকে খবর না দেওয়া ও তারা সঠিক পদক্ষেপ না নেওয়ায় তিনদিন অবহেলার পর বুধবার সকালে রোজিনা ও তার নবজাতক মারা যায়। এ ঘটনা হাসপাতালে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় এবং দুই নার্স হাসপাতাল থেকে আত্মগোপনে চলে যান। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সোলায়মান জানান, বৃহস্পতিবার সকালে মৃত রোজিনার বাবা সিরাজ মিয়া বাদী হয়ে নারী দালাল, কর্তব্যরত ডাক্তার ও দুই নার্সকে আসামি করে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে (ধারা ৩০৪/৪৪৭) মামলা করেছেন। মামলাটি থানার এসআই জাহাঙ্গীর হোসেনকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোনিউজ/এমবি

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা