ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, দুই নার্স পলাতক


গো নিউজ২৪ | উপজেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০১:১৭ পিএম আপডেট: নভেম্বর ২২, ২০১৭, ০৭:১৭ এএম
অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, দুই নার্স পলাতক

রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনেও চিকিৎসা না পেয়ে রোজিনা বেগম (২০) নামে এক অসুস্থ মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

বুধবার ভোরে দুই নার্সের অবহেলায় হাসপাতালের মা ও শিশু কেবিনে এ মৃত্যুর ঘটনা ঘটে।  এ ঘটনার পর থেকে অভিযুক্ত নার্স রেহানা আক্তার ও নাসিমা পলাতক রয়েছেন।

এদিকে বিচারের দাবিতে ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারের স্বজনরা হাসপাতাল ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন। পরে সিভিল সার্জন ডাক্তার মোস্তফা খালেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোলায়মানের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও স্বজনদের সান্ত্বনা জানান।

নিহত রোগী রোজিনা ও তার নবজাতক রায়পুর উপজেলার ২নং চরবংশি ইউনিয়নের খাসেরহাট এলাকার মেস্তরি বাড়ির এমরান হোসেনের স্ত্রী ও সন্তান।

সকাল ১০টার সময় নিহতের লাশ তারই খালা মনোয়ারা বেগম গ্রামে নিয়ে গেছেন ও দাফনের ব্যবস্থা করছেন।

নিহতের খালা ও হাসপাতালের কয়েকজন রোগী জানান, রোববার রাতে অসুস্থ হয়ে রোজিনা ভর্তি হন। তখন রেহানা ও নাসিমা নামের দুই নার্স রোগীকে দেখে ইনজেকশন পুশ করেন ও টেবলেট খাওয়ান।  রাতে আবার ওই রোগীর পেটে ব্যাথা উঠলে নার্সদের বলা হয় ডাক্তারকে খবর দিতে ও সিজার করার অনুরোধ জানান।  কিন্তু তারা তা না করে নরমাল ডেলিভারি হবে বলে রোগী ও তার স্বজনদের সান্ত্বনা দিয়ে সময়ক্ষেপণ করেন।  ডাক্তারকে খবর না দেয়া ও তারা সঠিক পদক্ষেপ না নেয়ায় তিনদিন অবহেলার পর বুধবার সকালে অসুস্থ মা ও নবজাতক মারা যায়। এ ঘটনা হাসপাতালে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় এবং দুই নার্স হাসপাতাল থেকে আত্মগোপনে চলে যান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম বলেন, ‘সকালে হাসপাতালে হইচই দেখে তখন ঘটনা জানতে পারি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষটি পুলিশ এসে নিয়ন্ত্রণ করেছে।’

ওসি সোলায়মান জানান, সরকারি হাসপাতালে নার্সদের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনসহ দোষীদের কঠিন শাস্তি দেয়া হবে।

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা