ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনলাইনে দেখুন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৩:১৫ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৯:১৭ এএম
অনলাইনে দেখুন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা

এবার বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ অনলাইনেই মুক্তিযোদ্ধাদের তথ্য দেখতে পারবেন। নিতে পারবেন তালিকার প্রিন্টও। এর ফলে অবশেষে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যাবতীয় শঙ্কা ও প্রশ্নের অবসান ঘটবে বলে আশা করা যায়। এখন আর মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। অতি সহজে যেকোন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা দেখা যাবে ও যাচাই বাছাই করা যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে যেকোনো নিয়োগ কিংবা ভর্তিসংক্রান্ত কাজেও মুক্তিযোদ্ধোদের প্রকৃত তালিকা দেখতে সমস্যা হবে না। এতে জালিয়াতিসহ বিভিন্ন অপতৎপরতা বন্ধ হবে।

মুক্তিযোদ্ধাদের সব তথ্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ওয়েবসাইটে মোট ২৫টি বিভাগে এসব তথ্য সন্নিবেশ করা হয়েছে।

বিভাগগুলো হলো : মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধাদের তালিকা, বেসামরিক গেজেট, সাময়িক সনদ, শহীদ বেসামরিক গেজেট, সশস্ত্র বাহিনী শহীদ গেজেট, শহীদ বিজিবি গেজেট, শহীদ পুলিশ গেজেট, যুদ্ধাহত গেজেট, খেতাবপ্রাপ্ত গেজেট, মুজিবনগর গেজেট, বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা গেজেট, বিসিএস গেজেট, সেনাবাহিনী গেজেট, বিমানবাহিনী গেজেট, নৌবাহিনী গেজেট, নৌ-কমান্ডো গেজেট, বিজিবি গেজেট, পুলিশ বাহিনী গেজেট, আনসার বাহিনী গেজেট, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক গেজেট, বীরাঙ্গনা গেজেট, স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট ও লাল মুক্তিবার্তা।

যেভাবে দেখবেন তালিকা : প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) গিয়ে ‘মুক্তিযোদ্ধা অনুসন্ধান’ পেজে যেতে হবে। এজন্য আপনাকে হোমপেজের ‘মন্ত্রণালয়ে সংরক্ষিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা’ অপশন থেকে যেকোনো একটি বিভাগ বেছে নিতে হবে।

ওয়েবসাইটে মোট ২৫টি বিভাগ দেওয়া আছে। ‘তালিকা নির্বাচন করুন’ অপশন থেকে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বিভাগ নির্বাচন করুন, তারপর ব্যক্তির ক্ষেত্রে গেজেট নম্বর লিখুন (এটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে) অথবা নিজ নাম ও পিতার নাম লিখুন এবং নিজ জেলা শনাক্তক্রমে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। তবে সনদ নম্বর লেখার প্রয়োজন নেই।

আর উপজেলার সব মুক্তিযোদ্ধার নাম জানতে চাইলে নিজ জেলা ও উপজেলা নির্বাচন করে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। প্রিন্ট করতে চাইলে ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করুন। মুক্তিযোদ্ধার দলিলও প্রিন্ট করতে পারবেন।

মুক্তিযুদ্ধের পর সেক্টর কমান্ডার ও সাবসেক্টর কমান্ডারদের বিভিন্ন প্রকাশনা থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ২৪ হাজার ৮০০ এবং অনিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। অর্থাৎ মোট ১ লাখ ৩৪ হাজার ৮০০ জন। অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন গঠিত সেক্টরসমূহ বিলুপ্তির পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ ও রেকর্ড সংরক্ষণ প্রতিষ্ঠান ইবি আরসিতে স্থানান্তরিত দলিলে দেখা যায়, মুক্তিযোদ্ধার সংখ্যা ৭০ হাজার ৮৯৬ জন। এক্ষেত্রে আগের তালিকার বাকি মুক্তিযোদ্ধার হদিস পাওয়া যায়নি। এটিই পরবর্তীকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে সংরক্ষণ করা হয়েছে। যেটি ‘ভারতীয় তালিকা’ নামে পরিচিত।

বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের হাতে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে। সংযোজিত হয়েছেন অনেক মুক্তিযোদ্ধার নাম। আর বাদ পড়েছেন ভূয়া মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়নে আওয়ামী লীগ সরকার ষষ্ঠবারের মতো উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই একাত্তরের বীর সেনানীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা আসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়