ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় মাহমুদউল্লাহ


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ০৪:৩৩ পিএম আপডেট: মে ২৪, ২০১৭, ১০:৩৩ এএম
অনন্য এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় মাহমুদউল্লাহ

ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে আজ (বুধবার) শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। 

ম্যাচটিতে অনন্য এক মাইলফলক স্পর্শের সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে আর মাত্র ২৮ রান করতে পারলেই পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখাবেন তিনি। ১৩৯টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর বর্তমান রান সংখ্যা ২৯৭২। গড় ৩৩.৩৯।

এর আগে বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্যান ওয়ানডেতে তিন হাজারের বেশি রান করেছেন। তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। ১৬৭ ওয়ানডে ম্যাচ খেলে মারকুটে এই ওপেনার করেছেন ৫৩৩৮ রান। গড় ৩৩.১৫। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান নামের পাশে যোগ করেছেন ৪৭৯৬ রান। ১৭১টি একদিনের ম্যাচ খেলা বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং গড় ৩৪.৭৫।

‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহীম রয়েছেন তৃতীয় স্থানে। ১৭০টি ওয়ানডেতে ৩১.৪৮ গড়ে ঝুড়িতে জমা করেছেন ৪১৮৭ রান। তালিকায় মোহাম্মদ আশরাফুলের অবস্থান চতুর্থ। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন সাবেক এই অধিনায়ক। ১৭৫টি একদিনের ম্যাচ খেলে ২২.৩৭ গড়ে করেছেন ৩৪৬৮ রান।

এদিকে ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ মে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪৩ রানে। বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটিতে দলের বিপর্যয়ে হাল ধরেন তিনি। সঙ্গী ছিলেন তামিম।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে সক্ষম হন মাহমুদউল্লাহ। ৫৬ বলে ৬টি চারের সাহায্যে করেন ৫১ রান। ফর্মের বিবেচনায় আজই হয়তো মাইলফলকটা স্পর্শ করে ফেলবেন তিনি। তবে দলের প্রত্যাশা- অভিজ্ঞ এই ক্রিকেটারের ইনিংসটা স্পর্শ করবে তিন অঙ্ক (সেঞ্চুরি)। দেখা যাক, মাহমুদউল্লাহ সেটা পারেন কিনা!

গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ